Ajker Patrika

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভুটানের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভালো খেলার কথা বলেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দলে নিয়মিত অনেক মুখ না থাকলেও, তাঁদের জায়গায় যাঁরা নতুন এসেছেন তারাও ভালো করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ভুটানকে উড়িয়ে নিজেদের কথা রাখলেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। থিম্পুতে হওয়া ফিফার এই প্রীতি ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকে ৫-১ গোলে জিতেছে বাংলাদেশ।

তবে ম্যাচের প্রথমার্ধে কিন্তু এগিয়ে ছিল স্বাগতিকেরাই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পেমা ছোদেন এগিয়ে দেন ভুটানকে। এরপর বাংলাদেশ চেষ্টা করলেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধে বেশি গোছালো দল হিসেবে খেলতে থাকে বাংলাদেশ। গোলের জন্য দ্বিতীয়ার্ধের ৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪৯ মিনিটে গোলের মুখ খোলেন মোসামাৎ সাগরিকা। এর পর ৫৩ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন এবং ৫৫ মিনিটে রিতু পর্ণা চাকমা গোল করলে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। ৪৯-৫৫—এই ৬ মিনিটে ৩ গোলের ঝড়ে লন্ডভন্ড ভুটান। পরে ৭৬ ও ৯০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

দুই ম্যাচ সিরিজের পরের ম্যাচ ২৭ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত