নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। এটাকে নাটক বললেও যেন কম হয়ে যায়! খেলা শেষে মাঠের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পেনাল্টি শুটআউটের জন্য আবার টিম বাস থেকে নেমে আনা হলো ফুটবলারদের।
ফেডারেশন কাপের তৃতীয় দিনে আজ মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সব স্বাভাবিকভাবেই হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর মাঠ ছেড়েছে দুই দল। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপর জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে! দুই দলের গোল ব্যবধান ও কার্ড সংখ্যা যেহেতু (দুটি করে) সমান ছিল।
ততক্ষণে ফুটবলাররা ড্রেসিংরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে টিম বাসে উঠে পড়েন। খেলা শেষ তাই মাঠের ফ্লাডলাইটও নিভে যায়। এমনকি ক্লান্ত শরীর নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন কয়েকজন। বাসের ইঞ্জিনও চালু হয়ে গেছে, এমন সময় খবর আসে সবাইকে আবার মাঠে যেতে হবে! বাধ্য হয়ে সবাই মাঠে নেমে কিছুক্ষণ গা গরমের পর শুরু হয় শুটআউট।
যেখানে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মোহামেডান। গ্রুপ রানার্সআপ হয় স্বাধীনতা কেসি। এর আগে নিয়মবহির্ভূতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে খেলতে নামেনি উত্তর বারিধারাও।
এই দুই দলকেই আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। তিন দলের মধ্যে কিংস সরে দাঁড়ানোয় মোহামেডান ও স্বাধীনতার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল গ্রুপ সেরা হয় কোন দল। নাটকের জন্ম দেওয়া সেই টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। এটাকে নাটক বললেও যেন কম হয়ে যায়! খেলা শেষে মাঠের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পেনাল্টি শুটআউটের জন্য আবার টিম বাস থেকে নেমে আনা হলো ফুটবলারদের।
ফেডারেশন কাপের তৃতীয় দিনে আজ মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সব স্বাভাবিকভাবেই হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর মাঠ ছেড়েছে দুই দল। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপর জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে! দুই দলের গোল ব্যবধান ও কার্ড সংখ্যা যেহেতু (দুটি করে) সমান ছিল।
ততক্ষণে ফুটবলাররা ড্রেসিংরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে টিম বাসে উঠে পড়েন। খেলা শেষ তাই মাঠের ফ্লাডলাইটও নিভে যায়। এমনকি ক্লান্ত শরীর নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন কয়েকজন। বাসের ইঞ্জিনও চালু হয়ে গেছে, এমন সময় খবর আসে সবাইকে আবার মাঠে যেতে হবে! বাধ্য হয়ে সবাই মাঠে নেমে কিছুক্ষণ গা গরমের পর শুরু হয় শুটআউট।
যেখানে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মোহামেডান। গ্রুপ রানার্সআপ হয় স্বাধীনতা কেসি। এর আগে নিয়মবহির্ভূতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে খেলতে নামেনি উত্তর বারিধারাও।
এই দুই দলকেই আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। তিন দলের মধ্যে কিংস সরে দাঁড়ানোয় মোহামেডান ও স্বাধীনতার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল গ্রুপ সেরা হয় কোন দল। নাটকের জন্ম দেওয়া সেই টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে