কৈশোরের প্রেমিকা লুসিয়া লুইয়ের সঙ্গে বাগদান সারলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র্যাশফোর্ড। এর আগে মাঝে একবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল তাঁদের। তবে সমস্ত বাধা-বিপত্তি দূর করে নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করলেন র্যাশফোর্ড ও লুসিয়া।
সম্প্রতি র্যাশফোর্ড লুসিয়ার সঙ্গে অন্তরঙ্গ একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। একটি সূত্র দ্য সানকে বলেছে, ‘তারা এখন দারুণ আনন্দে আছে। অনেক দিন ধরেই এমন কিছু পরিকল্পনা করছিলেন র্যাশফোর্ড।’
এর আগে গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ তারকা র্যাশফোর্ড। এর কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসির সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। সে সময় লুসিয়া র্যাশফোর্ডের ঘর ছেড়েও বেরিয়ে যান। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটে এই দুজনের।
পরে এ দুজনের পুনর্মিলনের খবর প্রথম সামনে আসে ৩ জানুয়ারি। উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলের হারের পর ইংলিশ ফরোয়ার্ডের গাড়িতে দেখা যায় লুসিয়াকে। এরপর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেও নিজেদের সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী।
কৈশোরের প্রেমিকা লুসিয়া লুইয়ের সঙ্গে বাগদান সারলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র্যাশফোর্ড। এর আগে মাঝে একবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল তাঁদের। তবে সমস্ত বাধা-বিপত্তি দূর করে নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করলেন র্যাশফোর্ড ও লুসিয়া।
সম্প্রতি র্যাশফোর্ড লুসিয়ার সঙ্গে অন্তরঙ্গ একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। একটি সূত্র দ্য সানকে বলেছে, ‘তারা এখন দারুণ আনন্দে আছে। অনেক দিন ধরেই এমন কিছু পরিকল্পনা করছিলেন র্যাশফোর্ড।’
এর আগে গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ তারকা র্যাশফোর্ড। এর কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসির সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। সে সময় লুসিয়া র্যাশফোর্ডের ঘর ছেড়েও বেরিয়ে যান। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটে এই দুজনের।
পরে এ দুজনের পুনর্মিলনের খবর প্রথম সামনে আসে ৩ জানুয়ারি। উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলের হারের পর ইংলিশ ফরোয়ার্ডের গাড়িতে দেখা যায় লুসিয়াকে। এরপর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেও নিজেদের সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১৩ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১৫ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৬ ঘণ্টা আগে