Ajker Patrika

গ্রিলিশের সঙ্গে হালান্ডের এ কেমন মজা 

আপডেট : ১৩ জুন ২০২৩, ১০: ৪৩
গ্রিলিশের সঙ্গে হালান্ডের এ কেমন মজা 

প্রথম কোনো কিছু জয়ের আনন্দ বাঁধভাঙা হওয়াই তো স্বাভাবিক। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ম্যানচেস্টার সিটির উদ্‌যাপনও হচ্ছে সেরকম। 

চলতি সপ্তাহের শনিবার আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যান সিটি। গতকাল সেই জয়ের আনন্দে ম্যানচেস্টার শহরে বাস প্যারেড করে সিটি। বৃষ্টি হলেও তা বাদ সাধতে পারেনি তাদের প্যারেডে। প্যারেডে তাদের উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। এই সময়ে মজার এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড। জ্যাক গ্রিলিশের মাথায় শ্যাম্পেন ঢেলে দিয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। এরপর ক্যামেরার সামনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হালান্ড। সিটির এই স্ট্রাইকারের মজা করার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ইস্তাম্বুলে শনিবার অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে ম্যান সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জিতল ইংলিশ এই ক্লাব। সিটির এই রেকর্ড গড়ার রাতে নিজের আবেগ লুকাতে পারেননি গ্রিলিশ। সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের পরদিন সকালে জয়ের পার্টিতে উচ্ছ্বসিত ইংলিশ এই স্ট্রাইকার বলেছেন, ‘আপনারা কখনো কি ট্রেবল জিতেছেন?’

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১২ গোল করেছেন তিনি। ম্যান সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জয়ের অংশ হয়েছেন হালান্ড। গ্রিলিশ, হালান্ড প্রথমবারের মতো ক্যারিয়ারে ট্রেবল জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত