Ajker Patrika

মেসির ক্ষোভের কড়া জবাব দিলেন পিএসজি প্রধান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর পেরিয়ে গেছে কয়েক মাস। মেসি এখন দারুণ সময় কাটাচ্ছেন ইন্টার মায়ামিতে। তবু সাবেক ক্লাবের কিছু ঘটনার রেশ রয়ে গেছে এখনো। তেমন এক ঘটনা নিয়ে ক্ষোভ ঝারার পর পিএসজি প্রধানের থেকে কড়া জবাব পেয়েছেন মেসি। 

গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। ধ্রুপদী সেই ফাইনালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর থেকেই যেন ফ্রান্সের ‘শত্রু’ হয়ে যায় আর্জেন্টিনা দল। প্রভাব পড়েছিল মেসির ওপরও। এ ব্যাপারে কদিন আগে ওলগা চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসি তখন বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি।’ 

মেসির এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন পিএসজি প্রধান নাসের আল খেলাইফি। তার মতে, মেসিকে তাদের ফোকাসে রাখা হতো। যেখানে সাত বারের ব্যালন ডি অর জয়ীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল পিএসজি। একই সঙ্গে খেলাইফি এক পুরোনো ঘটনার কথাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে বিশ্বকাপের পর মেসি পিএসজির অনুশীলন ক্যাম্পে ফিরলে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছিল। খেলাইফি বলেন, ‘আমরা অনুশীলনে মেসিকে নিয়ে উদযাপন করি। তার সঙ্গে আলাদাভাবেও উদযাপন করি। যখন আমরা কোনো ভিডিও প্রকাশ করি, আপনারা তো সবই দেখেছেন। একই সঙ্গে বলছি যে আমরা ফরাসি ক্লাব। স্টেডিয়ামে উদযাপন করা কঠিন। সে যে দলকে (ফ্রান্স) হারিয়েছে, তাকে সম্মান জানানো উচিত। ফ্রান্স দলে তার সতীর্থ রয়েছে।’ 

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজিতে খেলেছেন মেসি। মায়ামির জার্সিতে ৭৫ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন ও ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো লিগ ওয়ান, একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস-তিনটি শিরোপা পিএসজির জার্সিতে জিতেছেন মেসি। আর ইন্টার মায়ামিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন লিগ কাপ। মায়ামির ইতিহাসে যা প্রথম কোনো মেজর শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত