ঢাকা: ইউরোর স্কোয়াডে চোটে পড়া খেলোয়াড়দের রেখে সমালোচনার মুখে পড়েছেন গ্যারেথ সাউথগেট। কাল রাতে ঘরের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরোর প্রীতি ম্যাচে ইংল্যান্ড সমর্থকেরা দুয়ো দিয়েছেন সাউথগেটের নামে। খেলোয়াড়দের প্রতি নিজের সমর্থন থেকে বিষয়টা ইতিবাচকভাবে নিলেও ইংল্যান্ড কোচকে আহত করেছে আরেকটা বিষয়। সমর্থকদের দুয়োতে ‘কালো’ খেলোয়াড়দের প্রতি নিন্দা বাক্য মিশেছিল বলে জানিয়েছেন সাউথগেট।
বুধবার রাতে ইউরোর প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে গ্যালারি থেকে করতালির সঙ্গে নিন্দা বাক্য শুনতে পেয়েছেন সাউথগেট। ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি ইংল্যান্ড কোচ। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন উঠলে কিছুটা বিরক্তি প্রকাশ করে সাউথগেট বলেছেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি, যা শুনেছি সেটা আমাদের কালো খেলোয়াড়দের জন্য অসম্মানের। ব্যাপারটা আরেকটু ভালোভাবে শুনতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে তারা ভালো কিছু বলছে না।’
ইউরোর প্রথম প্রীতি ম্যাচে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন বুকায়ো সাকা। কালই ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেছেন আর্সেনাল উইঙ্গার। দর্শকদের আচরণে হতাশ তিনিও। ম্যাচ শেষে ১৯ বছর বয়সী বুকায়ো হতাশা কণ্ঠে বলেছেন, ‘আমি বুঝি না, কেন তারা এটা করে। আমিও দুয়ো শুনেছি। তালিও শুনেছি। কিন্তু ওই সমর্থকদের (যারা কালোদের প্রতি দুয়ো দিয়েছে) জিজ্ঞেস করা উচিত, কেন তারা এমন করছে।’
অনেক দিন ধরেই বর্ণবাদের বিরুদ্ধে জোরেশোরেই কথা হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নেই। করোনা বিরতির পর গত জুলাইয়ে যে ওয়েস্ট ইন্ডিজ–ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল, সেটিতে বর্ণবাদ প্রসঙ্গে কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। খেলার মাঠে ম্যাচের আগে ‘কালোদের’ প্রতি সম্মান জানানোর ব্যাপারটা তখন থেকেই ‘নিয়ম’ হয়ে গেছে।
মাঠে কালোদের প্রতি সম্মান জানানো ব্যাপারটা অনেকে রাজনৈতিকভাবে নিতে চান। সাউথগেট এটার সঙ্গে একদমই একমত নন। নিজের ভাবনা জানিয়েছেন এভাবে, খেলোয়াড়েরা একজন আরেকজনকে সমর্থন জানিয়ে এটা করে। এটাকে সবার ভালোভাবেই নেওয়া উচিত।
ঢাকা: ইউরোর স্কোয়াডে চোটে পড়া খেলোয়াড়দের রেখে সমালোচনার মুখে পড়েছেন গ্যারেথ সাউথগেট। কাল রাতে ঘরের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরোর প্রীতি ম্যাচে ইংল্যান্ড সমর্থকেরা দুয়ো দিয়েছেন সাউথগেটের নামে। খেলোয়াড়দের প্রতি নিজের সমর্থন থেকে বিষয়টা ইতিবাচকভাবে নিলেও ইংল্যান্ড কোচকে আহত করেছে আরেকটা বিষয়। সমর্থকদের দুয়োতে ‘কালো’ খেলোয়াড়দের প্রতি নিন্দা বাক্য মিশেছিল বলে জানিয়েছেন সাউথগেট।
বুধবার রাতে ইউরোর প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে গ্যালারি থেকে করতালির সঙ্গে নিন্দা বাক্য শুনতে পেয়েছেন সাউথগেট। ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি ইংল্যান্ড কোচ। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন উঠলে কিছুটা বিরক্তি প্রকাশ করে সাউথগেট বলেছেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি, যা শুনেছি সেটা আমাদের কালো খেলোয়াড়দের জন্য অসম্মানের। ব্যাপারটা আরেকটু ভালোভাবে শুনতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে তারা ভালো কিছু বলছে না।’
ইউরোর প্রথম প্রীতি ম্যাচে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন বুকায়ো সাকা। কালই ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেছেন আর্সেনাল উইঙ্গার। দর্শকদের আচরণে হতাশ তিনিও। ম্যাচ শেষে ১৯ বছর বয়সী বুকায়ো হতাশা কণ্ঠে বলেছেন, ‘আমি বুঝি না, কেন তারা এটা করে। আমিও দুয়ো শুনেছি। তালিও শুনেছি। কিন্তু ওই সমর্থকদের (যারা কালোদের প্রতি দুয়ো দিয়েছে) জিজ্ঞেস করা উচিত, কেন তারা এমন করছে।’
অনেক দিন ধরেই বর্ণবাদের বিরুদ্ধে জোরেশোরেই কথা হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নেই। করোনা বিরতির পর গত জুলাইয়ে যে ওয়েস্ট ইন্ডিজ–ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল, সেটিতে বর্ণবাদ প্রসঙ্গে কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। খেলার মাঠে ম্যাচের আগে ‘কালোদের’ প্রতি সম্মান জানানোর ব্যাপারটা তখন থেকেই ‘নিয়ম’ হয়ে গেছে।
মাঠে কালোদের প্রতি সম্মান জানানো ব্যাপারটা অনেকে রাজনৈতিকভাবে নিতে চান। সাউথগেট এটার সঙ্গে একদমই একমত নন। নিজের ভাবনা জানিয়েছেন এভাবে, খেলোয়াড়েরা একজন আরেকজনকে সমর্থন জানিয়ে এটা করে। এটাকে সবার ভালোভাবেই নেওয়া উচিত।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২৪ মিনিট আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৩ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৩ ঘণ্টা আগে