Ajker Patrika

নিউক্যাসলে হেরে বিধ্বস্ত পিএসজি কোচ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

‘পিএসজি প্রজেক্ট’ ভেঙে যাওয়ার পর নতুন করে দল সাজিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কোচ থেকে শুরু নতুন খেলোয়াড় কিনে দল সাজিয়েছে পিএসজি। শেষ দুই মৌসুম ‘তারকার হাট’ বসিয়েও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বিদায় নেওয়ায় এবার নতুন স্বপ্ন বোনার চেষ্টা করছে। 

কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে পিএসজি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও গতকাল বিশাল ব্যবধানে হেরেছে তারা। নিউক্যাসলের কাছে ৪–১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। স্কোরলাইনটা মেনে নেওয়া যে কঠিন তা মানছেন কোচ লুইস এনরিকে। 

নিউক্যাসলের কাছে হেরে বিধ্বস্ত হয়েছেন এনরিকে। ফলটা মেনে নিতে পারছেন না তিনি। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে তিনি বলেছেন, ‘ম্যানেজার হিসেবে এই ম্যাচগুলো মেনে নেওয়া একটু কঠিন। সত্যি বলতে ফলটা মানানসই নয়, তবে পুরো ম্যাচ নয়।’

গতকালের জয়টি নিউক্যাসলের জয় অবশ্য স্মরণীয়। ঘরের মাঠে ২০ বছর পর চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে নেমেছিল তারা। নিউক্যাসলের দুর্দান্ত জয়ের প্রশংসাও করেছেন এনরিকে। স্প্যানিশ কোচ বলেছেন, ‘নিউক্যাসলকে অভিনন্দন। তারা দুর্দান্ত খেলেছে। তারা অ্যাটাকিং থার্ডে বেশ কার্যকরী ফুটবল খেলেছে এবং আমরা বেশ কিছু ভুল করেছি। এটা মেনে নেওয়া কঠিন। ভুল করলে আপনাকে তার মূল্য দিতে হবে। স্কোরলাইনটা অনেক বেশি দেখাচ্ছে। ফলটা তাদের জন্য বেশি হয়েছে। তবে আমার মতে, এমন ফল আমাদের প্রাপ্য ছিল না।’ 

সেন্ট জেমস পার্কে গতকাল ৫০ মিনিটে ৩ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। গোল তিনটি করেন মিগুয়েল আলমিরন, ড্যান বার্ন, সিন লংস্টাফ। ৫৬ মিনিটে পিএসজির হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। তবে ম্যাচের যোগ করা সময়ে প্যারিসের ক্লাবের জালে শেষ পেরেক দেন ফাবিয়ান স্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত