ক্রীড়া ডেস্ক
১২ বছর তো কম সময় নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে।
নেইমারের সঙ্গে সান্তোসের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করেন তেক্সেইরা। সান্তোস সভাপতি ইএসপিএনকে গতকাল বলেন, ‘নেইমার আসায় এখন আমাদের ৭৫ হাজার সদস্য। আমরা আজ এর প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিকগুলো হিসেব করে দেখতে পারি। যেমনটা আমরা অনুমান করেছিলাম, সেটার তুলনায় অর্থনৈতিক লক্ষ্য বাড়বে। সব ঠিকঠাক থাকলে এই আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ মিলে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।
ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গত ১৭ ফেব্রুয়ারিতে অ্যাগুয়া সান্তা এসপির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছিলেন নেইমার। আর ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে পরশু রাতে ম্যাচটা সান্তোস-ইন্টারন্যাশনাল দি লিমেইোর চেয়ে নেইমার-লিমেইরা বলাটাই যুক্তিযুক্ত। কারণ, মেজর হোসে লেবি সবরিনহো স্টেডিয়ামে সান্তোস ৩-১ গোলে জিতেছে এবং তিনটিতেই নেইমারের অবদান রয়েছে। যার মধ্যে ম্যাচের ২৭ মিনিটের সময় কর্নার নিতে গেলে গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন। কর্নার থেকে সেসময় অসাধারণ এক গোল করে পর লিমেইরার ভক্ত-সমর্থকদের তাকিয়ে নেইমার অদ্ভুত এক ভঙ্গিতে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসেন।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নেইমারের আবার ইউরোপে ফেরার গুঞ্জন চলছে। ইউরোপীয়ান ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার নামও শোনা যাচ্ছে। অন্যান্য ক্লাবের নামও হয়তো এই তালিকায় যুক্ত হতে পারে।
১২ বছর তো কম সময় নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে।
নেইমারের সঙ্গে সান্তোসের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করেন তেক্সেইরা। সান্তোস সভাপতি ইএসপিএনকে গতকাল বলেন, ‘নেইমার আসায় এখন আমাদের ৭৫ হাজার সদস্য। আমরা আজ এর প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিকগুলো হিসেব করে দেখতে পারি। যেমনটা আমরা অনুমান করেছিলাম, সেটার তুলনায় অর্থনৈতিক লক্ষ্য বাড়বে। সব ঠিকঠাক থাকলে এই আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ মিলে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।
ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গত ১৭ ফেব্রুয়ারিতে অ্যাগুয়া সান্তা এসপির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছিলেন নেইমার। আর ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে পরশু রাতে ম্যাচটা সান্তোস-ইন্টারন্যাশনাল দি লিমেইোর চেয়ে নেইমার-লিমেইরা বলাটাই যুক্তিযুক্ত। কারণ, মেজর হোসে লেবি সবরিনহো স্টেডিয়ামে সান্তোস ৩-১ গোলে জিতেছে এবং তিনটিতেই নেইমারের অবদান রয়েছে। যার মধ্যে ম্যাচের ২৭ মিনিটের সময় কর্নার নিতে গেলে গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন। কর্নার থেকে সেসময় অসাধারণ এক গোল করে পর লিমেইরার ভক্ত-সমর্থকদের তাকিয়ে নেইমার অদ্ভুত এক ভঙ্গিতে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসেন।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নেইমারের আবার ইউরোপে ফেরার গুঞ্জন চলছে। ইউরোপীয়ান ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার নামও শোনা যাচ্ছে। অন্যান্য ক্লাবের নামও হয়তো এই তালিকায় যুক্ত হতে পারে।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে