দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হয়নি এখনো। এই সময়ে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে শিরোপা দুটির জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। আর গতকাল ৩৩ বছর পর ডেসিয়া এরিনায় সিরি ‘আ’ জিতল দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিরোপাজয়ের আনন্দের মুহূর্তগুলো দেখার সৌভাগ্য হলো না আর্জেন্টাইন কিংবদন্তির।
১৯৯৩-এর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা শিরোপাখরায় ভুগছিল বছরের পর বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ—সব টুর্নামেন্টেই আর্জেন্টাইনদের ‘তীরে এসে তরি ডোবার গল্প।’ ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা জেতা লিওনেল মেসির ক্যাবিনেটও খাঁ-খাঁ করছিল আকাশি-নীলদের জার্সিতে একটি শিরোপার জন্য। অবশেষে ২০২১-এর ১০ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতো আর্জেন্টিনারও শিরোপা অপেক্ষার অবসান হয়। ২৮ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। এই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমাও জেতেন মেসিরা। ওয়েম্বলির সেই ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। লুসাইলে সেই ধ্রুপদী ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় আকাশি-নীলরা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ ১৯৮৬ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।
মারাকানা, ওয়েম্বলি, লুসাইলের পর এবারের ভেন্যু ডেসিয়া এরিনা। উদিনেসের বিপক্ষে ড্র অথবা জিতলেই সিরি-‘আ’ শিরোপা নিশ্চিত নাপোলির। গতকাল ডেসিয়া এরিনায় উদিনেস-নাপোলি ড্র হয় ১-১ গোলে। ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। ৩৩ বছর পর স্কুদেত্তো জয় করে নেপোলিটানরা। ম্যারাডোনার হাত ধরেই ১৯৯০ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি।
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হয়নি এখনো। এই সময়ে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে শিরোপা দুটির জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। আর গতকাল ৩৩ বছর পর ডেসিয়া এরিনায় সিরি ‘আ’ জিতল দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিরোপাজয়ের আনন্দের মুহূর্তগুলো দেখার সৌভাগ্য হলো না আর্জেন্টাইন কিংবদন্তির।
১৯৯৩-এর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা শিরোপাখরায় ভুগছিল বছরের পর বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ—সব টুর্নামেন্টেই আর্জেন্টাইনদের ‘তীরে এসে তরি ডোবার গল্প।’ ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা জেতা লিওনেল মেসির ক্যাবিনেটও খাঁ-খাঁ করছিল আকাশি-নীলদের জার্সিতে একটি শিরোপার জন্য। অবশেষে ২০২১-এর ১০ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতো আর্জেন্টিনারও শিরোপা অপেক্ষার অবসান হয়। ২৮ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। এই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমাও জেতেন মেসিরা। ওয়েম্বলির সেই ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। লুসাইলে সেই ধ্রুপদী ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় আকাশি-নীলরা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ ১৯৮৬ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।
মারাকানা, ওয়েম্বলি, লুসাইলের পর এবারের ভেন্যু ডেসিয়া এরিনা। উদিনেসের বিপক্ষে ড্র অথবা জিতলেই সিরি-‘আ’ শিরোপা নিশ্চিত নাপোলির। গতকাল ডেসিয়া এরিনায় উদিনেস-নাপোলি ড্র হয় ১-১ গোলে। ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। ৩৩ বছর পর স্কুদেত্তো জয় করে নেপোলিটানরা। ম্যারাডোনার হাত ধরেই ১৯৯০ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি।
মিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
১৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১১ ঘণ্টা আগে