ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’
রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’
রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
এল ক্লাসিকোউ উত্তাপ, উন্মাদনা আর রোমাঞ্চ না থাকলে হয় নাকি। সবকিছু মিলিয়ে ফাইনালটা হলো ফাইনালের মতো করেই। পাঁচ গোলের এই থ্রিলারে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপ হকির ১১ আসরের সব কটিতে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। আগস্টে ভারতের বিহারে বসছে টুর্নামেন্টটির ১২তম আসর। কিন্তু সেখানে থাকছে না বাংলাদেশ। ৪৩ বছরের ইতিহাসের এই প্রথম বাংলাদেশকে ছাড়াই হবে এশিয়া কাপ। যা বেশ অবাক করার মতো!
৮ ঘণ্টা আগেআবারও শাস্তি পেলেন তাওহীদ হৃদয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ মোহামেডানের ম্যাচে তাঁকে ১০ হাজার টাকা আর আর ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এত তাঁর নামের পাশে যোগ হয়েছে মোট ৮ পয়েন্ট। আর তাতে নিয়ম অনুযায়ী, ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়।
৮ ঘণ্টা আগেসিলেট টেস্ট জেতার পর জিম্বাবুয়ের সামনে এখন বাংলাদেশকে ধবলধোলাই করার সুযোগ। সেটিও আবার বাংলাদেশের মাঠে। যদিও জিম্বাবুয়ে মাটিতেই পা রাখছে। জিম্বাবুইয়ান ওপেনার বেন কারেন মনে করেন, বাংলাদেশ তাঁদের কঠিন পরীক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে চট্টগ্রামে। কারেন মনে করিয়ে দিয়েছেন, সিরিজ এখনো শেষ হয়নি, সামনে
৯ ঘণ্টা আগে