গত পরশু ছিল কাতার বনাম ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলাটা উপভোগ করতে এসেছিলেন একদল জাপানি দর্শক। কাতার কিংবা ইকুয়েডর—কোনো দলেরই সমর্থক নন এই জাপানিরা, তবু সেই ম্যাচের পর আলোচনায় তাঁরা।
উদ্বোধনী ম্যাচের পর অন্য সব দর্শক চলে গেলেও থেকে গিয়েছিলেন গুটি কয়েক জাপানি দর্শক। ম্যাচজুড়ে স্টেডিয়ামে অন্য দর্শকদের ফেলে যাওয়া পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট কুড়িয়েছেন সেই জাপানিরা। শুধু কয়েকজন মিলেই মোটামুটি পরিষ্কার করেছেন স্টেডিয়ামের গ্যালারি। জাপানিদের কুড়িয়ে পাওয়া ময়লার মধ্যে ছিল কাতারের পতাকাও!
জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।
আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।’ দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।’
জাপানিদের পরিচ্ছন্নতার অভ্যাস এমন নতুন কিছু নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বেশ প্রশংসিত হয়েছিলেন জাপানি দর্শকেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
গত পরশু ছিল কাতার বনাম ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলাটা উপভোগ করতে এসেছিলেন একদল জাপানি দর্শক। কাতার কিংবা ইকুয়েডর—কোনো দলেরই সমর্থক নন এই জাপানিরা, তবু সেই ম্যাচের পর আলোচনায় তাঁরা।
উদ্বোধনী ম্যাচের পর অন্য সব দর্শক চলে গেলেও থেকে গিয়েছিলেন গুটি কয়েক জাপানি দর্শক। ম্যাচজুড়ে স্টেডিয়ামে অন্য দর্শকদের ফেলে যাওয়া পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট কুড়িয়েছেন সেই জাপানিরা। শুধু কয়েকজন মিলেই মোটামুটি পরিষ্কার করেছেন স্টেডিয়ামের গ্যালারি। জাপানিদের কুড়িয়ে পাওয়া ময়লার মধ্যে ছিল কাতারের পতাকাও!
জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।
আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।’ দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।’
জাপানিদের পরিচ্ছন্নতার অভ্যাস এমন নতুন কিছু নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বেশ প্রশংসিত হয়েছিলেন জাপানি দর্শকেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩১ মিনিট আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
২ ঘণ্টা আগে