অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।
ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।
প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।
মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।
নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।
অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।
ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।
প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।
মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।
নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৮ ঘণ্টা আগে