Ajker Patrika

ভুল করা দি হেয়াকে দোষারোপ করতে চান না টেন হাগ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

শেষ চারে টিকে থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে টিকে থাকার লড়াইয়ে গতকাল ধাক্কা খায় ম্যান ইউ। ওয়েস্ট হামের বিপক্ষে ডেভিড দে হেয়ার ভুলে ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবু ম্যান ইউর গোলরক্ষকের পক্ষে আছেন কোচ এরিক টেন হাগ। 

লন্ডন স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট হাম-ম্যান ইউ। ২৭ মিনিটে সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলটি চাইলে ঠেকাতে পারতেন দি হেয়া। বেনরাহমার ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে তেমন গতি ছিল না। নাগালের মধ্যে থাকলেও ঝাঁপিয়ে ঠেকাতে গিয়ে তালগোল পাকান গুবলেট পাকান ইউনাইটেড গোলরক্ষক। আর এই ১-০ গোলেই হেরে যায় ম্যান ইউ। ম্যাচ শেষে ইউনাইটেড গোলরক্ষক সম্পর্কে টেন হাগ বলেন, ‘আমরা সবাই জানি, ডেভিডও জানে যে এটা ভুল। তবে সে (দি হেয়া) দুর্দান্ত গোলরক্ষক। ভুল ফুটবলের একটা অংশ এবং আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে। দল হিসেবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ 

১-০ গোলে হারার পরও চার নম্বরে রয়েছে ম্যান ইউ। ৩৪ ম্যাচে ১৯ জয়, ৬ ড্র ও ৯ পরাজয়ে ৬৩ পয়েন্ট এখন ইউনআইটেড। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে লিভারপুল। অল রেডরা খেলেছে ৩৫ ম্যাচ। আর ৩৪ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত