ক্রীড়া ডেস্ক
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ আগে রেখেই গতকাল অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। অলরেডদের গোলগুলো এসেছে ভিন্ন পাঁচ ফুটবলারের পা থেকে। যার মধ্যে টটেনহামের দেওয়া একটি আত্মঘাতী গোল তো রয়েছেই। আছে ৬৩ মিনিটে সালাহর সেই রেকর্ড গড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি এখন মিসরীয় ফরোয়ার্ডের। এই তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল।
নতুন রেকর্ড গড়তে সালাহর লেগেছে ২৯৭ ম্যাচ। মিসরীয় ফরোয়ার্ড চেলসি, লিভারপুলের জার্সিতে গোল করে রেকর্ড গড়েছেন। যেখানে লিভারপুলের হয়ে করেছেন ১৮৩ গোল। বাকি ২ গোল করেছেন চেলসির হয়ে। আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। আর লিভারপুলকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করাতে সালাহ অসামান্য অবদান রেখেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
বিদেশিদের মধ্যে সবার ওপরে থাকা সালাহ সব মিলিয়ে আছেন পাঁচ নম্বরে। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। দুই, তিন ও চারে থাকা হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল করেছেন ২১৩, ২০৮ ও ১৮৭ গোল। তাদের মধ্যে শিয়ারারকে টপকানোই শুধু কঠিন সালাহর জন্য। যেভাবে ছন্দে আছেন, তাতে কোলকে ছাড়িয়ে যেতে সালাহ পারবেন এই মৌসুমেই। কেইন, রুনির রেকর্ডও মিসরীয় ফরোয়ার্ড দ্রুত ভাঙতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে ২৮ গোল করে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহ। আর লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৮২। ৬৭, ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটি। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ আগে রেখেই গতকাল অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। অলরেডদের গোলগুলো এসেছে ভিন্ন পাঁচ ফুটবলারের পা থেকে। যার মধ্যে টটেনহামের দেওয়া একটি আত্মঘাতী গোল তো রয়েছেই। আছে ৬৩ মিনিটে সালাহর সেই রেকর্ড গড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি এখন মিসরীয় ফরোয়ার্ডের। এই তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল।
নতুন রেকর্ড গড়তে সালাহর লেগেছে ২৯৭ ম্যাচ। মিসরীয় ফরোয়ার্ড চেলসি, লিভারপুলের জার্সিতে গোল করে রেকর্ড গড়েছেন। যেখানে লিভারপুলের হয়ে করেছেন ১৮৩ গোল। বাকি ২ গোল করেছেন চেলসির হয়ে। আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। আর লিভারপুলকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করাতে সালাহ অসামান্য অবদান রেখেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
বিদেশিদের মধ্যে সবার ওপরে থাকা সালাহ সব মিলিয়ে আছেন পাঁচ নম্বরে। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। দুই, তিন ও চারে থাকা হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল করেছেন ২১৩, ২০৮ ও ১৮৭ গোল। তাদের মধ্যে শিয়ারারকে টপকানোই শুধু কঠিন সালাহর জন্য। যেভাবে ছন্দে আছেন, তাতে কোলকে ছাড়িয়ে যেতে সালাহ পারবেন এই মৌসুমেই। কেইন, রুনির রেকর্ডও মিসরীয় ফরোয়ার্ড দ্রুত ভাঙতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে ২৮ গোল করে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহ। আর লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৮২। ৬৭, ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটি। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।
ওভারের পর ওভার বোলিং করে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিং সামলে উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। সফরকারীরা যখন সাবলীলভাবে এগোচ্ছে, তখনই আঘাত হানল বাংলাদেশ।
২২ মিনিট আগেতাওহিদ হৃদয় এখন যেন বাংলাদেশ ক্রিকেটের ‘হট টপিক’। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত না থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাঁর নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। একবার নিষিদ্ধ হওয়ার পর সেই শাস্তি মওকুফ হওয়ার পর আবার নিষেধাজ্ঞা পাচ্ছেন। হান্নান সরকার এখানে হৃদয়েরই দায় দেখছেন।
১ ঘণ্টা আগেএএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচ হবে লাওসে। ২-১০ আগস্ট হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। রাতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-গুজরাট ম্যাচ। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে হারা রাজস্থান আজ নামবে অধরা জয়ের লক্ষ্যে...
৩ ঘণ্টা আগে