ক্রীড়া ডেস্ক
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ আগে রেখেই গতকাল অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। অলরেডদের গোলগুলো এসেছে ভিন্ন পাঁচ ফুটবলারের পা থেকে। যার মধ্যে টটেনহামের দেওয়া একটি আত্মঘাতী গোল তো রয়েছেই। আছে ৬৩ মিনিটে সালাহর সেই রেকর্ড গড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি এখন মিসরীয় ফরোয়ার্ডের। এই তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল।
নতুন রেকর্ড গড়তে সালাহর লেগেছে ২৯৭ ম্যাচ। মিসরীয় ফরোয়ার্ড চেলসি, লিভারপুলের জার্সিতে গোল করে রেকর্ড গড়েছেন। যেখানে লিভারপুলের হয়ে করেছেন ১৮৩ গোল। বাকি ২ গোল করেছেন চেলসির হয়ে। আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। আর লিভারপুলকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করাতে সালাহ অসামান্য অবদান রেখেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
বিদেশিদের মধ্যে সবার ওপরে থাকা সালাহ সব মিলিয়ে আছেন পাঁচ নম্বরে। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। দুই, তিন ও চারে থাকা হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল করেছেন ২১৩, ২০৮ ও ১৮৭ গোল। তাদের মধ্যে শিয়ারারকে টপকানোই শুধু কঠিন সালাহর জন্য। যেভাবে ছন্দে আছেন, তাতে কোলকে ছাড়িয়ে যেতে সালাহ পারবেন এই মৌসুমেই। কেইন, রুনির রেকর্ডও মিসরীয় ফরোয়ার্ড দ্রুত ভাঙতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে ২৮ গোল করে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহ। আর লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৮২। ৬৭, ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটি। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ আগে রেখেই গতকাল অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। অলরেডদের গোলগুলো এসেছে ভিন্ন পাঁচ ফুটবলারের পা থেকে। যার মধ্যে টটেনহামের দেওয়া একটি আত্মঘাতী গোল তো রয়েছেই। আছে ৬৩ মিনিটে সালাহর সেই রেকর্ড গড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি এখন মিসরীয় ফরোয়ার্ডের। এই তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল।
নতুন রেকর্ড গড়তে সালাহর লেগেছে ২৯৭ ম্যাচ। মিসরীয় ফরোয়ার্ড চেলসি, লিভারপুলের জার্সিতে গোল করে রেকর্ড গড়েছেন। যেখানে লিভারপুলের হয়ে করেছেন ১৮৩ গোল। বাকি ২ গোল করেছেন চেলসির হয়ে। আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। আর লিভারপুলকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করাতে সালাহ অসামান্য অবদান রেখেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
বিদেশিদের মধ্যে সবার ওপরে থাকা সালাহ সব মিলিয়ে আছেন পাঁচ নম্বরে। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। দুই, তিন ও চারে থাকা হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল করেছেন ২১৩, ২০৮ ও ১৮৭ গোল। তাদের মধ্যে শিয়ারারকে টপকানোই শুধু কঠিন সালাহর জন্য। যেভাবে ছন্দে আছেন, তাতে কোলকে ছাড়িয়ে যেতে সালাহ পারবেন এই মৌসুমেই। কেইন, রুনির রেকর্ডও মিসরীয় ফরোয়ার্ড দ্রুত ভাঙতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে ২৮ গোল করে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহ। আর লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৮২। ৬৭, ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটি। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৫ ঘণ্টা আগে