Ajker Patrika

চোটে পড়ে বিশ্বকাপ শেষ ফরাসি ডিফেন্ডারের

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৪: ৫০
চোটে পড়ে বিশ্বকাপ শেষ ফরাসি ডিফেন্ডারের

চোট যেন এবারের বিশ্বকাপে ফ্রান্স ফুটবল দলের ‘গলার কাঁটা।’ বিশ্বকাপ শুরুর আগে তো ছিটকে গেছেন অনেকেই। টুর্নামেন্ট শুরুর পর গতকাল এই তালিকায় যুক্ত হলেন লুকাস হার্নান্দেজ। ফরাসি ফুটবল ফেডারেশন লুকাসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল আল জানুব স্টেডিয়ামে ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের ১২ মিনিটে চোটে পড়েন লুকাস। চোটে পড়ে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। পরে জানা গেছে, এসিএলের (অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট) চোটে পড়েছেন লুকাস। যে কারণে বিশ্বকাপটাই খেলা হচ্ছে না ফরাসি এই ডিফেন্ডারের।

লুকাসের চোটে দুঃখ প্রকাশ করেছেন দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল দলের কোচ বলেন, ‘লুকাসের জন্য খুবই খারাপ লাগছে। আমরা গুরুত্বপূর্ণ এক সদস্য হারালাম। লুকাস একজন যোদ্ধা। আশা করি সে (লুকাস) খেলায় ফিরতে সর্বাত্মক চেষ্টা করবে। দলের পক্ষ থেকে আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ২৬ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ফরাসিরা। আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত