Ajker Patrika

বিশ্বকাপে ৬৪ দল খেলানোর প্রস্তাব, সমর্থন নেই উয়েফার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২১: ৪৫
ফিফা সভাপতি (বাঁয়ে) জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ছবি: এএফপি
ফিফা সভাপতি (বাঁয়ে) জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ছবি: এএফপি

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো। ফিফাও প্রস্তাবটি খতিয়ে দেখছে। তবে তা একদমই পছন্দ হয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার।

আজ সার্বিয়ার বেলগ্রেডে হয়েছে উয়েফার কংগ্রেস। সেখানে বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আপনাদের চেয়েও এটি আমার কাছে বেশি বিস্ময়কর। আমি মনে করি, বিশ্বকাপের জন্য এটি আদর্শ ধারণা নয়। আমার মতে, এটি বাজে ধারণা। এমনকি বাছাইপর্বের জন্যও ধারণাটি ভালো নয়। তাই এই প্রস্তাবে আমার সমর্থন নেই। আমি জানি না এটি কোত্থেকে এসেছে। ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না, অদ্ভুত!’

আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩ তম বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ এই টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি আয়োজন করে উরুগুয়ে। চ্যাম্পিয়নও হয় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত