Ajker Patrika

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে মারামারি দেখতে চান না স্কালোনি

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে মারামারি দেখতে চান না স্কালোনি

২০২৪ কোপা আমেরিকা নিয়ে কদিন আগে কানাডা কোচ হেসে মার্শ অসন্তোষ প্রকাশ করেছিলেন। শরীরনির্ভর ফুটবল দেখার পাশাপাশি বর্ণবাদী মন্তব্যসহ নানা কারণে টুর্নামেন্ট তাঁর কাছে অপেশাদার মনে হয়েছে। মার্শের কথারই প্রতিধ্বনি যেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে।  
 
উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে-কলম্বিয়া।এই ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে  ভক্ত-সমর্থকদের হাতাহাতির ঘটনা এখনো আলোচনার কেন্দ্রে। কলম্বিয়ার বিপক্ষেই কোপা আমেরিকার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ফাইনালে ভক্ত-সমর্থকদের খেলা দেখার আমেজ নষ্ট হয়, এমন কোনো অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হতে চান না স্কালোনি। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শিরোপার উদ্দেশ্যে মাঠে নামবে কলম্বিয়া-আর্জেন্টিনা। ফাইনালে যেকোনো ধরনের সহিংসতাপূর্ণ আচরণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আশা করছি সমর্থকরা এই ম্যাচ উপভোগ করবে। শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ হলে সকলের উৎসব পূর্ণতা পাবে।’

কলম্বিয়া-উরুগুয়ে সেমিফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়, সাপোর্টিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়েছেন।  ভক্ত-সমর্থকদের সঙ্গে হাতাহাতির শিকার বেশি হয়েছিলেন উরুগুয়ের ফুটবলারেরা। তাদের (উরুগুয়ের ফুটবলার) পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সমবেদনা  জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা সব সময় খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক আচারণ আশা করি। কিন্তু অনেক সময় পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়দের প্রতিক্রিয়া অনুমান করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর ঘটবে না আশা করি। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজের পরিবারকে পড়তে দেখা খুবই বেদনার।’ 

কোপা ফাইনাল দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি টানার ঘোষণা দিয়ে রেখেছিলেন আনহেল দি মারিয়া। ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে দি মারিয়াকে দেখা যাবে কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেছেন, ‘তাকে এই ম্যাচ খেলতেই হবে এমনটা নয়। যদিও এটা তার শেষ ম্যাচ, দলের সিদ্ধান্ত অবশ্যই সবার আগে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত