স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হলো তাদের। ভিয়ারিয়ালের কাছে ম্যাচটা প্রায় হারতেই বসেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল কোনোরকমে বাঁচিয়ে দিয়েছে তাদের। শেষমেশ ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত রাতে ৩-১-৪-২ ফরমেশনে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। কিন্তু একাধিকবার সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি লুইস সুয়ারেজ-আনহেল কোয়েরারা। আতলেতিকোর আক্রমণ ঠেকাতে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি ভিয়ারিয়াল।
তবে দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে গোল করে বসে অতিথিরা। ম্যাচের ৫২ মিনিটে মানুয়েল ত্রিগেরোসের জোরালো শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে স্বাগতিকদের ম্যাচে ফেরান সুয়ারেজ। কোয়েরার পাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড।
আক্রমণ-প্রতি আক্রমণে শেষ দিকে জমে ওঠে খেলা। তেমনি এক আক্রমণ থেকে গোল করে ভিয়ারিয়ালকে আবার এগিয়ে আর্নট দানিউমা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ফের ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। তবে নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেননি সুয়ারেজরা। যোগ করা সময়ে যখন মনে হচ্ছিল ভিয়ারিয়ালের জয় সময়ের ব্যাপার, তখনই ভুল করে বসে ইউরোপা লিগ জয়ী দলটি। ৯৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান আইসা মান্দি। তাতে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে।
স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হলো তাদের। ভিয়ারিয়ালের কাছে ম্যাচটা প্রায় হারতেই বসেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল কোনোরকমে বাঁচিয়ে দিয়েছে তাদের। শেষমেশ ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত রাতে ৩-১-৪-২ ফরমেশনে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। কিন্তু একাধিকবার সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি লুইস সুয়ারেজ-আনহেল কোয়েরারা। আতলেতিকোর আক্রমণ ঠেকাতে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি ভিয়ারিয়াল।
তবে দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে গোল করে বসে অতিথিরা। ম্যাচের ৫২ মিনিটে মানুয়েল ত্রিগেরোসের জোরালো শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে স্বাগতিকদের ম্যাচে ফেরান সুয়ারেজ। কোয়েরার পাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড।
আক্রমণ-প্রতি আক্রমণে শেষ দিকে জমে ওঠে খেলা। তেমনি এক আক্রমণ থেকে গোল করে ভিয়ারিয়ালকে আবার এগিয়ে আর্নট দানিউমা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ফের ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। তবে নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেননি সুয়ারেজরা। যোগ করা সময়ে যখন মনে হচ্ছিল ভিয়ারিয়ালের জয় সময়ের ব্যাপার, তখনই ভুল করে বসে ইউরোপা লিগ জয়ী দলটি। ৯৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান আইসা মান্দি। তাতে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে