ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে দিচ্ছেন ছেলে রোমিও বেকহাম। ইন্টার মায়ামি বি দল থেকে ব্রেন্টফোর্ড বি দলে যোগ দিয়েছেন রোমিও।
ইন্টার মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে দলে খেলতে এসেছেন রোমিও। মৌসুমের বাকি অংশ ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। নিজের উন্নতির জন্য ব্রেন্টফোর্ড বি দলের কোচ নিল ম্যাকফারলেইনের অধীনে খেলবেন রোমিও।
ব্রেন্টফোর্ড বি দলে এসে রোমাঞ্চিত বোধ করছেন রোমিও। বেকহামের ছেলে বলেন, ‘আমি খুব গর্বিত এবং খুশি এখানে আসতে পেরে। এখানে এসে বেশ রোমাঞ্চিত এবং দেখা যাক কী হয়।’
রোমিও ব্রেন্টফোর্ড বি দলে আসায় খুশি কোচ নেইল ম্যাকফারলেইন। ব্রেন্টফোর্ড বি কোচ বলেন, ‘রোমিও এখানে আসার পর থেকেই আমি খুশি। মাঠে এবং মাঠের বাইরে নিজেকে যেভাবে পরিচালনা করে এবং তার খেলার ধরন বেশ পছন্দ করি।’
সেপ্টেম্বরে ২০২২ মেজর লিগ সকার (এমএলএস) নেক্সট প্রো সিজন শেষ হওয়ার পর থেকে রোমিও ব্রেন্টফোর্ডের বি দলের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টার মায়ামি বি দলের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোমিও। ২ গোলের সঙ্গে ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।
ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে দিচ্ছেন ছেলে রোমিও বেকহাম। ইন্টার মায়ামি বি দল থেকে ব্রেন্টফোর্ড বি দলে যোগ দিয়েছেন রোমিও।
ইন্টার মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে দলে খেলতে এসেছেন রোমিও। মৌসুমের বাকি অংশ ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। নিজের উন্নতির জন্য ব্রেন্টফোর্ড বি দলের কোচ নিল ম্যাকফারলেইনের অধীনে খেলবেন রোমিও।
ব্রেন্টফোর্ড বি দলে এসে রোমাঞ্চিত বোধ করছেন রোমিও। বেকহামের ছেলে বলেন, ‘আমি খুব গর্বিত এবং খুশি এখানে আসতে পেরে। এখানে এসে বেশ রোমাঞ্চিত এবং দেখা যাক কী হয়।’
রোমিও ব্রেন্টফোর্ড বি দলে আসায় খুশি কোচ নেইল ম্যাকফারলেইন। ব্রেন্টফোর্ড বি কোচ বলেন, ‘রোমিও এখানে আসার পর থেকেই আমি খুশি। মাঠে এবং মাঠের বাইরে নিজেকে যেভাবে পরিচালনা করে এবং তার খেলার ধরন বেশ পছন্দ করি।’
সেপ্টেম্বরে ২০২২ মেজর লিগ সকার (এমএলএস) নেক্সট প্রো সিজন শেষ হওয়ার পর থেকে রোমিও ব্রেন্টফোর্ডের বি দলের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টার মায়ামি বি দলের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোমিও। ২ গোলের সঙ্গে ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৫ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৬ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৯ ঘণ্টা আগে