Ajker Patrika

নতুন ঠিকানায় বেকহামের ছেলে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮: ০০
নতুন ঠিকানায় বেকহামের ছেলে

ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে দিচ্ছেন ছেলে রোমিও বেকহাম। ইন্টার মায়ামি বি দল থেকে ব্রেন্টফোর্ড বি দলে যোগ দিয়েছেন রোমিও।

ইন্টার মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে দলে খেলতে এসেছেন রোমিও। মৌসুমের বাকি অংশ ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। নিজের উন্নতির জন্য ব্রেন্টফোর্ড বি দলের কোচ নিল ম্যাকফারলেইনের অধীনে খেলবেন রোমিও। 

ব্রেন্টফোর্ড বি দলে এসে রোমাঞ্চিত বোধ করছেন রোমিও। বেকহামের ছেলে বলেন, ‘আমি খুব গর্বিত এবং খুশি এখানে আসতে পেরে। এখানে এসে বেশ রোমাঞ্চিত এবং দেখা যাক কী হয়।’ 

রোমিও ব্রেন্টফোর্ড বি দলে আসায় খুশি কোচ নেইল ম্যাকফারলেইন। ব্রেন্টফোর্ড বি কোচ বলেন, ‘রোমিও এখানে আসার পর থেকেই আমি খুশি। মাঠে এবং মাঠের বাইরে নিজেকে যেভাবে পরিচালনা করে এবং তার খেলার ধরন বেশ পছন্দ করি।’ 

সেপ্টেম্বরে ২০২২ মেজর লিগ সকার (এমএলএস) নেক্সট প্রো সিজন শেষ হওয়ার পর থেকে রোমিও ব্রেন্টফোর্ডের বি দলের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টার মায়ামি বি দলের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোমিও। ২ গোলের সঙ্গে ১০ গোলে অ্যাসিস্ট করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত