Ajker Patrika

রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মে ২০২৫, ১৮: ৪৪
দুই বছর ধরে আল নাসরে খেলছেন রোনালদো। ছবি: এএফপি
দুই বছর ধরে আল নাসরে খেলছেন রোনালদো। ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপে ৩২টি দলই চূড়ান্ত। সেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। তবুও ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু কীভাবে?

ইনফান্তিনোর কথা অবশ্য এখনই হাওয়ায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ৩০ জুন পর্যন্ত। চুক্তি বাড়ানোর তেমন কোনো ইঙ্গিত মিলছে না দুই পক্ষের কাছ থেকে। তবে ফিফা সভাপতি জানালেন নতুন ক্লাব খুঁজছেন রোনালদো।

কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো হয়ে ক্লাব বিশ্বকাপে কোনো একটি ক্লাবের হয়ে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। কে জানে, ক্লাব বিশ্বকাপের কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখায় কি না।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রোনালদো দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে এক ব্রাজিলিয়ান ক্লাব। ধারণা করা হচ্ছে সেটি হতে পারে বোতাফোগো। ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে অন্যতম তারা। তবে ক্লাবটির কোচ রেনাতো পাইভা বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে কোচ হিসেবে আমি সবসময় সেরাটা চাই। রোনালদো এই বয়সেও একজন গোল স্কোরিং মেশিন। যদি সে আসতে চায় তাকে না বলতে পারি না।’

আগমী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। সেজন্য ১-১০ জুন পর্যন্ত দলবদলের বাড়তি সময় নির্ধারণ করেছে ফিফা। যাতে করে ক্লাবগুলো দল গোছানোর সময় পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্তর্জাতিক ফ্লাইট চালাতে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

সন্ধ্যায় যমুনায় বৈঠক, আসতে পারে বড় ঘোষণা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও খলিলুরসহ ৩ উপদেষ্টাকে সরানোর দাবিতে অনড় বিএনপি

দত্তক এনে মার্কেট লিখে দিয়েছিলেন, সেই ছেলে পিটিয়ে মারল মাকে

সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত