ক্রীড়া ডেস্ক
ক্লাব বিশ্বকাপে ৩২টি দলই চূড়ান্ত। সেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। তবুও ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু কীভাবে?
ইনফান্তিনোর কথা অবশ্য এখনই হাওয়ায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ৩০ জুন পর্যন্ত। চুক্তি বাড়ানোর তেমন কোনো ইঙ্গিত মিলছে না দুই পক্ষের কাছ থেকে। তবে ফিফা সভাপতি জানালেন নতুন ক্লাব খুঁজছেন রোনালদো।
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো হয়ে ক্লাব বিশ্বকাপে কোনো একটি ক্লাবের হয়ে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। কে জানে, ক্লাব বিশ্বকাপের কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখায় কি না।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রোনালদো দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে এক ব্রাজিলিয়ান ক্লাব। ধারণা করা হচ্ছে সেটি হতে পারে বোতাফোগো। ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে অন্যতম তারা। তবে ক্লাবটির কোচ রেনাতো পাইভা বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে কোচ হিসেবে আমি সবসময় সেরাটা চাই। রোনালদো এই বয়সেও একজন গোল স্কোরিং মেশিন। যদি সে আসতে চায় তাকে না বলতে পারি না।’
আগমী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। সেজন্য ১-১০ জুন পর্যন্ত দলবদলের বাড়তি সময় নির্ধারণ করেছে ফিফা। যাতে করে ক্লাবগুলো দল গোছানোর সময় পায়।
ক্লাব বিশ্বকাপে ৩২টি দলই চূড়ান্ত। সেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। তবুও ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু কীভাবে?
ইনফান্তিনোর কথা অবশ্য এখনই হাওয়ায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ৩০ জুন পর্যন্ত। চুক্তি বাড়ানোর তেমন কোনো ইঙ্গিত মিলছে না দুই পক্ষের কাছ থেকে। তবে ফিফা সভাপতি জানালেন নতুন ক্লাব খুঁজছেন রোনালদো।
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো হয়ে ক্লাব বিশ্বকাপে কোনো একটি ক্লাবের হয়ে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তার। কে জানে, ক্লাব বিশ্বকাপের কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখায় কি না।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রোনালদো দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে এক ব্রাজিলিয়ান ক্লাব। ধারণা করা হচ্ছে সেটি হতে পারে বোতাফোগো। ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে অন্যতম তারা। তবে ক্লাবটির কোচ রেনাতো পাইভা বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তবে কোচ হিসেবে আমি সবসময় সেরাটা চাই। রোনালদো এই বয়সেও একজন গোল স্কোরিং মেশিন। যদি সে আসতে চায় তাকে না বলতে পারি না।’
আগমী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। সেজন্য ১-১০ জুন পর্যন্ত দলবদলের বাড়তি সময় নির্ধারণ করেছে ফিফা। যাতে করে ক্লাবগুলো দল গোছানোর সময় পায়।
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
২৪ মিনিট আগেদ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১৩ ঘণ্টা আগে