ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।
ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে