Ajker Patrika

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের ভেন্যুতে এমন বিশৃঙ্খলা

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭: ৫৮
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের ভেন্যুতে এমন বিশৃঙ্খলা

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে যেন কোনো রকম ঝামেলার সৃষ্টি না হয়, গতকাল সংবাদ সম্মেলনে সেই আকুতি করেছিলেন লিওনেল স্কালোনি। তবে বাস্তবে ঘটেছে উল্টো। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরু হয়েছে ৮০ মিনিট দেরিতে।       

বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল। ম্যাচ শুরু হতে যখন ঘণ্টাখানেক বাকি, তখনই শুরু হয় দর্শকদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর পোস্ট করা এক ভিডিওতে বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে, ভক্ত-সমর্থকেরা মাঠের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে নিরাপত্তাবেষ্টনী টপকে ঢোকার চেষ্টা করছেন।  পুলিশের বাধা  অতিক্রম করতে গিয়ে ঢুকতে গিয়ে অনেক দর্শক আহত হয়েছেন। মাঠে ঢোকার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। বেশিরভাগই ছিলেন কলম্বিয়ার জার্সিধারী। যদিও টিকিট নিয়ে অনেক ভক্ত-সমর্থক আগেই গ্যালারির সিটে বসে পড়েন।

প্রথমে যখন সময়মতো খেলা শুরু করা গেল না, তখন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে ঝামেলা মিটতে দেরি হওয়ায় শুরুর সময় আরও পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়েছে। ম্যাচের প্রথম ২০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা-কলম্বিয়া কোনো দলই গোল করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত