ক্রীড়া ডেস্ক
নিজের সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে লিওনেল মেসি কী করেন, সেটা দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। মেসিও তাঁর জায়গা থেকে সেরাটা দিয়েছেন। কিন্তু আদতে কোনো গোল তো ইন্টার মায়ামি করতে পারলই না। বরং ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে বাজেভাবে হেরেছে।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছে পিএসজি-ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই পিএসজির আক্রমণে দিশেহারা দেখায় মায়ামিকে। এরই মধ্যে মেসিকে একটু ব্যতিক্রম দেখা গেছে। পিএসজির রক্ষণভাগে বারবার হানা দিয়েছেন। ৬৩ ও ৮০ মিনিটে প্যারিসিয়ানদের লক্ষ্য বরাবর দুইবার শট নিয়েছেন তিনি। দুটি শটই প্যারিসিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা প্রতিহত করেছেন।
মেসি নিজে যেমন গোলের সুযোগ তৈরি করেন, ঠিক তেমনি সতীর্থদের দিকে পাসও বাড়িয়ে দেন। কিন্তু গোল তো দূরে থাক। লুইস সুয়ারেজ, তাদিও আলেন্দেরা ঠিকমতো রিসিভ করতে পারেননি মেসির পাস। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে হাভিয়ের মাশচেরানোর ইন্টার মায়ামি। মায়ামির বড় হারে মেসি নয়, তাঁর সতীর্থদের দায় দেখছেন জলাতান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ইবরাহিমোভিচ বলেন, ‘খেলাটাকে ভালোবেসে মেসি খেলে। কারণ, সে এখনো যা করবে ৯৯ শতাংশ খেলোয়াড় তা পারবে না। কারণ, তার আশেপাশে যারা আছে, তাদের দেখে মনে হচ্ছে যেন তারা সিমেন্টের বস্তা টেনে নিয়ে যাচ্ছে।’
জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, এসি মিলানসহ বিশ্বের বড় বড় ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ। যেখানে ১৩-১৪ বছর আগে বার্সায় মেসির সতীর্থ ছিলেন ইব্রাহিমোভিচ। তখন মেসিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। ইব্রার মতে ইউরোপের বড় কোনো ক্লাবে খেললে আর্জেন্টাইন তারকা এমন বাজেভাবে হারতেন না।
মায়ামির ৪-০ গোলের হারকে তাই মেসির হার বলতে নারাজ ইব্রা। ৪৩ বছর বয়সী সুইডিশ ফুটবলার বলেন, ‘মেসির হার? না না। এই হারে আপনি তার দায় দিতে পারবেন না। মেসি হারেনি। ইন্টার মায়ামি হেরেছে। দলটা কি আপনি দেখেছেন? মেসি স্ট্যাচুর সঙ্গে খেলেছে। সতীর্থদের সঙ্গে নয়। সে যদি সত্যিকারের দলে থাকত যেমন প্যারিস, ম্যানচেস্টারের মতো কোনো বড় দলে থাকলে আসল সিংহকে দেখতে পেতেন।’
পিএসজির কাছে ইন্টার মায়ামি গত রাতে ৪ গোল হজম করে প্রথমার্ধে। ৬ ও ৩৯ মিনিটে জোড়া গোল করেন পিএসজি মিডফিল্ডার হোয়াও নেভেস। ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দলের চতুর্থ গোল করেন আশরাফ হাকিমি। মায়ামিকে উড়িয়ে দিয়ে পিএসজি শেষ আটে খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে পিএসজি-বায়ার্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
নিজের সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে লিওনেল মেসি কী করেন, সেটা দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। মেসিও তাঁর জায়গা থেকে সেরাটা দিয়েছেন। কিন্তু আদতে কোনো গোল তো ইন্টার মায়ামি করতে পারলই না। বরং ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে বাজেভাবে হেরেছে।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছে পিএসজি-ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই পিএসজির আক্রমণে দিশেহারা দেখায় মায়ামিকে। এরই মধ্যে মেসিকে একটু ব্যতিক্রম দেখা গেছে। পিএসজির রক্ষণভাগে বারবার হানা দিয়েছেন। ৬৩ ও ৮০ মিনিটে প্যারিসিয়ানদের লক্ষ্য বরাবর দুইবার শট নিয়েছেন তিনি। দুটি শটই প্যারিসিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা প্রতিহত করেছেন।
মেসি নিজে যেমন গোলের সুযোগ তৈরি করেন, ঠিক তেমনি সতীর্থদের দিকে পাসও বাড়িয়ে দেন। কিন্তু গোল তো দূরে থাক। লুইস সুয়ারেজ, তাদিও আলেন্দেরা ঠিকমতো রিসিভ করতে পারেননি মেসির পাস। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে হাভিয়ের মাশচেরানোর ইন্টার মায়ামি। মায়ামির বড় হারে মেসি নয়, তাঁর সতীর্থদের দায় দেখছেন জলাতান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ইবরাহিমোভিচ বলেন, ‘খেলাটাকে ভালোবেসে মেসি খেলে। কারণ, সে এখনো যা করবে ৯৯ শতাংশ খেলোয়াড় তা পারবে না। কারণ, তার আশেপাশে যারা আছে, তাদের দেখে মনে হচ্ছে যেন তারা সিমেন্টের বস্তা টেনে নিয়ে যাচ্ছে।’
জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, এসি মিলানসহ বিশ্বের বড় বড় ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ। যেখানে ১৩-১৪ বছর আগে বার্সায় মেসির সতীর্থ ছিলেন ইব্রাহিমোভিচ। তখন মেসিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। ইব্রার মতে ইউরোপের বড় কোনো ক্লাবে খেললে আর্জেন্টাইন তারকা এমন বাজেভাবে হারতেন না।
মায়ামির ৪-০ গোলের হারকে তাই মেসির হার বলতে নারাজ ইব্রা। ৪৩ বছর বয়সী সুইডিশ ফুটবলার বলেন, ‘মেসির হার? না না। এই হারে আপনি তার দায় দিতে পারবেন না। মেসি হারেনি। ইন্টার মায়ামি হেরেছে। দলটা কি আপনি দেখেছেন? মেসি স্ট্যাচুর সঙ্গে খেলেছে। সতীর্থদের সঙ্গে নয়। সে যদি সত্যিকারের দলে থাকত যেমন প্যারিস, ম্যানচেস্টারের মতো কোনো বড় দলে থাকলে আসল সিংহকে দেখতে পেতেন।’
পিএসজির কাছে ইন্টার মায়ামি গত রাতে ৪ গোল হজম করে প্রথমার্ধে। ৬ ও ৩৯ মিনিটে জোড়া গোল করেন পিএসজি মিডফিল্ডার হোয়াও নেভেস। ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দলের চতুর্থ গোল করেন আশরাফ হাকিমি। মায়ামিকে উড়িয়ে দিয়ে পিএসজি শেষ আটে খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে পিএসজি-বায়ার্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
উইন্ডিজ বোর্ডের সভা জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের নামী সব সাবেক ক্রিকেটারকে। তবে ২৭ রানে অলআউট হওয়ার যন্ত্রণা তাড়া করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের...
২০ মিনিট আগেফাইনালের সম্ভাবনা জাগিয়েও চীনের ডাজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ নারী দলকে। আইরিন রিয়ার জন্য টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আলাদাভাবে। ৫ গোল করে হয়েছেন আসরের সেরা উদীয়মান তারকা। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই খেলোয়াড় শোনালেন প্রাপ্য..
১ ঘণ্টা আগেপ্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস।
১ ঘণ্টা আগেগল টেস্ট ড্র করে কলম্বোয় বাংলাদেশ এসেছিল টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কলম্বোতেই ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই কলম্বোয় বাংলাদেশ এবার এসেছে টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে। টেস্ট আর ওয়ানডে সিরিজ জেতার সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ পারেনি। টি-টোয়েন্টিতে ভিন্ন কিছুর..
২ ঘণ্টা আগে