Ajker Patrika

পিরলোকে রোনালদোদের বিশেষ ‘উপহার’

আপডেট : ২০ মে ২০২১, ১৮: ৪৫
পিরলোকে রোনালদোদের বিশেষ ‘উপহার’

ঢাকা: ১৯ মে ২০২১—তারিখটি আন্দ্রেয়া পিরলো হয়তো পঞ্জিকায় বিশেষভাবে দাগিয়ে রাখবেন। দিনটি যে তিনি চাইলে কিছুতেই ভুলতে পারবেন না। এ দিন ৪২–এ পা রাখলেন ইতালিয়ান কিংবদন্তি। তাঁর বিশেষ এই দিনেই জুভেন্টাস জিতল ইতালিয়ান কাপের শিরোপা। কাল ম্যাপেই স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে পিরলোকে জন্মদিনে দারুণ এক উপহার দিল তুরিনের বুড়িরা। একই সঙ্গে পুনরুদ্ধার করল ইতালিয়ান কাপের শিরোপাও।

কাল ম্যাপেইতে লড়াইটা ছিল ‘কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমানে’! শুরুতেই দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন। ৩ মিনিটে আতালান্তা ডিফেন্ডার হোসে লুইস পালোমিনোর শট হাত নয়, পা দিয়ে ঠেকিয়ে দেন বুফন। এতে আতালান্তা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। জুভেন্টাসও ধারাবাহিক প্রতিহত করতে থাকে। আতালান্তা বারবার সুযোগ তৈরি করেও যে কাজ করতে পারেনি, ৩১ মিনিটে সেটিই করে জুভেন্টাস। হুয়ান কুয়াদ্রাদোর সহায়তায় দলকে এগিয়ে নেন দেয়ান কুলুসেভেস্কি। সমতায় ফিরতে আতালান্তাও খুব একটা সময় নেয়নি। ৪১ মিনিটে দুর্দান্ত শটে আতালান্তাকে সমতায় ফিরিয়েছেন মিডফিল্ডার রুসলান মালিনোভস্কি।

জুভেন্টাসের হয়ে এটাই শেষ শিরোপা। বুফনের উচ্ছ্বাস্টা তাই এমনই। ছবি: টুইটারদ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলই। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। আর দুই দলের ডিফেন্ডাররা যেন হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর’! কম যাননি আতালান্তা গোলরক্ষক পিয়ারলুইগি গোলিনিও। জুভেন্টাসকে ফিরিয়ে দিয়েছেন বারবার। তবু শেষ রক্ষা হয়নি। ৭৩ মিনিটে স্ট্রাইকার ফেদেরিকো কিয়েসা এগিয়ে নেন জুভেন্টাসকে। আতালান্তার আর সমতায় ফেরা সম্ভব হয়নি। ২-১ গোলে জিতে ইতালিয়ান কাপের ১৪তম শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।

ম্যাচ শেষে পিরলোর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। হওয়াটাই স্বাভাবিক। কারণ, ‘অপয়া’ ২০২১–এ জুভেন্টাস ভালো করেনি চ্যাম্পিয়নস লিগে। হারিয়েছে সিরি ‘আ’ এর মতো বড় শিরোপা। শিষ্যদের থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে পিরলো হয়তো ভাবছেন, ‘যাক, অবশেষে কিছু তো পেলাম!’

সেটির চেয়ে পিরলোর বড় স্বস্তি হতে পারে, চাকরিতে এ বছর অন্তত টান পড়ছে না!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত