চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।
টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’
প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’
রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’
আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।
শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে হবে তাদের।
টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়নস লিগ, তখন রিয়ালকে নিয়ে আলাদাভাবেই ভাবতে হয়। তাই আজ সমর্থকদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘সমর্থকেরা আমাদের তাড়না ও শক্তি জোগায়। তাঁরা আমাদের পরিশ্রমকে সহজ করে তোলে এবং তাঁদের প্রয়োজন হবে। আমরা এখনো টিকে আছি এবং আশা করি, বুধবার (আজ) রাতটি ভালোভাবে কাটবে।’
প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর লা লিগায়ও জয়ের মুখ দেখেনি আতলেতিকো। গেতাফের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে তারা। তাই ঘুরে দাঁড়ানোটা কঠিন সিমিওনের জন্য, ‘খারাপ ম্যাচ খেলায় খেলোয়াড়রাও ভালো অনুভব করছে না। আমাদের একতাবদ্ধ ও শক্তিশালী হতে হবে। উন্নতির আশা বাদে আমরা অন্য কিছু কল্পনা করছি না।’
রিয়ালের শক্তি অবশ্য বাড়ছে। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও আজ মাঠে নামছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছেন গোলের দেখা। এ ছাড়া রদ্রিগো তো আছেনই। চ্যাম্পিয়নস লিগ যার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়নস লিগকে ভালোবাসার কথা আমি বরাবরই বলি, এখানে আমি সব সময় ভালো করি। টুর্নামেন্টটি আমার জন্য স্পেশাল। এবারও অসাধারণ এক মৌসুম কাটাচ্ছি এবং দলকে আরও বেশি সহায়তা করতে চাই। এমবাপ্পে ও ভিনির সঙ্গে খেলা আমার জন্য খুবই স্পেশাল। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলা এবং আক্রমণের অংশ হওয়াটা স্বপ্নের মতো। প্রতিদিন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।’
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে যাওয়ার আগে লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দুটো গোলই আসে প্রথমার্ধে। তাই এমবাপ্পে-ভিনিদের কাছ থেকে তেমনই পারফরম্যান্স চান কোচ কার্লো আনচেলত্তি, ‘প্রথমার্ধের মতো যদি খেলতে পারি তাহলে জেতার ভালো সুযোগ আছে।’
আতলেতিকোর মতো কঠিন পরীক্ষা গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডেরও। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা। অ্যাস্টন ভিলাও তাই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাবটি।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১১ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে