জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।
এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।
জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।
এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১০ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৪ ঘণ্টা আগে