ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।
এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।
জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।
এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।
চলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৩৮ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৪ ঘণ্টা আগে