Ajker Patrika

বিশ্বজয়ী মেসিকে স্বাগত জানাল পিএসজি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮: ০৪
বিশ্বজয়ী মেসিকে স্বাগত জানাল পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন লিওনেল মেসি। ছুটি শেষ হওয়ার সপ্তাহখানেক আগেই আজ পিএসজিতে ফিরলেন মেসি। ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টাইন অধিনায়ককে স্বাগত জানানো হয়েছে।

পিএসজি তাদের টুইটার অ্যাকাউন্টে মেসির ফেরার ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বজয়ী এই ফুটবলারকে ক্লাবের সতীর্থরা, কোচিং স্টাফ ও ট্রেনিং সেন্টার স্টাফরা স্বাগত জানাচ্ছেন।

এই বছরের প্রথম দিন লিগ-ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় লাঁস-পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে মেসি, নেইমারদের ছাড়াই খেলতে নেমেছিল প্যারিসিয়ানরা। লাঁসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। যা লিগ ওয়ানে পিএসজির এই মৌসুমে প্রথম পরাজয়। চলতি মৌসুমে ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসিয়ানরা।

লিওনেল মেসিকে স্বাগত জানাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের বেশি সময়ের সম্পর্ক শেষে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছেন। দেড় বছরের বেশি সময়ে ৫৩ ম্যাচ খেলেছেন। করেছেন ২৯ গোল। ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে খেলেছেন ১৯ ম্যাচ। ১২ গোলের সঙ্গে করেছেন ১৪ অ্যাসিস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত