নিজেদের ইতিহাসে প্রথমবার ব্রাজিল বিশ্বকাপ জেতে ১৯৫৮ সালে। ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের এক কিংবদন্তি পেলে মারা গেছেন ২০২২-এর ডিসেম্বরে। তাঁর মৃত্যুর এক বছর পর মারা গেলেন এবার ব্রাজিলের আরেক কিংবদন্তি মারিও জাগালো। জাগালো মারা গেছেন ৯২ বছর বয়সে। ব্রাজিলিয়ান কিংবদন্তির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েক ঘণ্টা আগে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে সেখানে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের শাশ্বত বিশ্ব চ্যাম্পিয়ন মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর সংবাদ জানাচ্ছি। নিবেদিত প্রাণ বাবা, বিশ্বস্ত বন্ধু, যত্নশীল শ্বশুর, পেশাদার চ্যাম্পিয়ন এবং একজন ভালো মানুষ। একজন দেশপ্রেমিক যিনি অনেক কিছু অর্জন করেছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা আপনাকে পেয়েছি। আপনার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। দারুণ উদাহরণ আপনি সৃষ্টি করেছেন।’
আন্তর্জাতিক ফুটবলে জাগালো খেলেছেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ৫ গোল। ১৯৫৮, ১৯৬২ ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ জয়ী দলেই তিনি ছিলেন খেলোয়াড়। এরপর ১৯৭০ সালে মেক্সিকোতে ব্রাজিল জেতে নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ। এবার জাগালো ছিলেন কোচের দায়িত্বে। পেলে, জায়েরজিনহো, রিভেলিনো, তোস্তাও—জাগালোর অধীনে ব্রাজিলের দল ছিল তারকায় ঠাসা। ব্রাজিলের ১৯৭০-এর বিশ্বকাপ জয়ে জাগালো গড়েন এক বিশেষ কীর্তি। ফুটবলার, কোচ—দুই ভূমিকাতেই প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
জাগালো এমন কীর্তি গড়েই শুধু থেমে থাকেননি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ব্রাজিল যে চতুর্থ বিশ্বকাপ জেতে তাতেও অবদান রয়েছে তাঁর। তখন সেলেসাওদের কোচ ছিলেন কার্লোস আলবার্তো প্যারেইরা। প্যারেইরার সহকারী কোচ ছিলেন জাগালো। জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন জাগালো। ফ্ল্যামেঙ্গোর ফুটবলার হিসেবে ১৯৫৩,১৯৫৪, ১৯৫৫-তিনটি রিও দি জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ জেতেন। ফুটবলার হিসেবে বোতাফোগোতে জেতেন চারটি শিরোপা। ১৯৬১,১৯৬২ সালে জেতেন রিও দি জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ আর ১৯৬২,১৯৬৪-দুইবার জেতেন রিও সাও পাওলো টুর্নামেন্ট। কোচ হিসেবে বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো—দুটিতেই জেতেন তিনটি করে শিরোপা।
১৯৩১ সালের ৯ আগস্ট ব্রাজিলের ম্যাসেইও শহরে জন্মগ্রহণ করেন জাগালো। তাঁর প্রথম জন্মদিনের আগেই পরিবার চলে যায় রিও ডি জেনেইরো শহরে। সেখান থেকেই ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা শুরু। প্রথমে অবশ্য তিনি হতে চেয়েছিলেন পাইলট। তবে চোখের সমস্যার কারণে হতে পারেননি।সিবিএফের প্রকাশ করা এক সাক্ষাৎকারে জাগালো বলেছিলেন,‘আমার বাবা চাননি আমি ফুটবলার হয়নি। তিনি আমাকে অনুমতি দেননি। তখন ফুটবলকে তখন পেশা হিসেবে সম্মানের চোখে দেখা হতো না। সমাজ ভালোভাবে দেখত না। এ কারণে আমি বলছি যে ফুটবলে আমি এসেছি দুর্ঘটনাক্রমে।’
নিজেদের ইতিহাসে প্রথমবার ব্রাজিল বিশ্বকাপ জেতে ১৯৫৮ সালে। ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের এক কিংবদন্তি পেলে মারা গেছেন ২০২২-এর ডিসেম্বরে। তাঁর মৃত্যুর এক বছর পর মারা গেলেন এবার ব্রাজিলের আরেক কিংবদন্তি মারিও জাগালো। জাগালো মারা গেছেন ৯২ বছর বয়সে। ব্রাজিলিয়ান কিংবদন্তির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েক ঘণ্টা আগে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে সেখানে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের শাশ্বত বিশ্ব চ্যাম্পিয়ন মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর সংবাদ জানাচ্ছি। নিবেদিত প্রাণ বাবা, বিশ্বস্ত বন্ধু, যত্নশীল শ্বশুর, পেশাদার চ্যাম্পিয়ন এবং একজন ভালো মানুষ। একজন দেশপ্রেমিক যিনি অনেক কিছু অর্জন করেছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা আপনাকে পেয়েছি। আপনার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। দারুণ উদাহরণ আপনি সৃষ্টি করেছেন।’
আন্তর্জাতিক ফুটবলে জাগালো খেলেছেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ৫ গোল। ১৯৫৮, ১৯৬২ ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ জয়ী দলেই তিনি ছিলেন খেলোয়াড়। এরপর ১৯৭০ সালে মেক্সিকোতে ব্রাজিল জেতে নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ। এবার জাগালো ছিলেন কোচের দায়িত্বে। পেলে, জায়েরজিনহো, রিভেলিনো, তোস্তাও—জাগালোর অধীনে ব্রাজিলের দল ছিল তারকায় ঠাসা। ব্রাজিলের ১৯৭০-এর বিশ্বকাপ জয়ে জাগালো গড়েন এক বিশেষ কীর্তি। ফুটবলার, কোচ—দুই ভূমিকাতেই প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
জাগালো এমন কীর্তি গড়েই শুধু থেমে থাকেননি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ব্রাজিল যে চতুর্থ বিশ্বকাপ জেতে তাতেও অবদান রয়েছে তাঁর। তখন সেলেসাওদের কোচ ছিলেন কার্লোস আলবার্তো প্যারেইরা। প্যারেইরার সহকারী কোচ ছিলেন জাগালো। জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন জাগালো। ফ্ল্যামেঙ্গোর ফুটবলার হিসেবে ১৯৫৩,১৯৫৪, ১৯৫৫-তিনটি রিও দি জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ জেতেন। ফুটবলার হিসেবে বোতাফোগোতে জেতেন চারটি শিরোপা। ১৯৬১,১৯৬২ সালে জেতেন রিও দি জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ আর ১৯৬২,১৯৬৪-দুইবার জেতেন রিও সাও পাওলো টুর্নামেন্ট। কোচ হিসেবে বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো—দুটিতেই জেতেন তিনটি করে শিরোপা।
১৯৩১ সালের ৯ আগস্ট ব্রাজিলের ম্যাসেইও শহরে জন্মগ্রহণ করেন জাগালো। তাঁর প্রথম জন্মদিনের আগেই পরিবার চলে যায় রিও ডি জেনেইরো শহরে। সেখান থেকেই ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা শুরু। প্রথমে অবশ্য তিনি হতে চেয়েছিলেন পাইলট। তবে চোখের সমস্যার কারণে হতে পারেননি।সিবিএফের প্রকাশ করা এক সাক্ষাৎকারে জাগালো বলেছিলেন,‘আমার বাবা চাননি আমি ফুটবলার হয়নি। তিনি আমাকে অনুমতি দেননি। তখন ফুটবলকে তখন পেশা হিসেবে সম্মানের চোখে দেখা হতো না। সমাজ ভালোভাবে দেখত না। এ কারণে আমি বলছি যে ফুটবলে আমি এসেছি দুর্ঘটনাক্রমে।’
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে