Ajker Patrika

এস্তোনিয়াকে একাই ৫ গোল দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আগের ম্যাচেই ইতালিকে হারিয়ে 'ফাইনালিসিমা' শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার প্রীতি ম্যাচে ইউরোপের আরেক দল এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। দলের পক্ষে একাই ৫টি গোলই করেছেন লিওনেল মেসি। 

স্পেনের এল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়ার বিপক্ষে বড় জয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।সর্বশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় হারের  স্বাদ পেয়েছিল তারা। এরপর ৩৩ ম্যাচের একটিতেও হারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। আর লিওনেল মেসি এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ৮ মিনিটে পেনাল্টি থেকে করেন প্রথম গোল। এরপর প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড বাড়ান আর্জেন্টাইন জাদুকর।  দ্বিতীয়ার্ধে মেসি ছিলেন আরও ক্ষুরধার। বিরতির পর নেমেই  পূর্ণ করেন হ্যাটট্রিক। ৭১ এ ৭৬ মিনিটে করেন আরও দুই গোল।

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড আছে মেসির। কিন্তু এই ম্যাচের আগ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে  তিন গোলের বেশি ছিল না কোনো ম্যাচে। এবার সেই আক্ষেপও ঘোচালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

মেসির ৫ গোলের দিনে জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত