Ajker Patrika

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ কার্সলি

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২: ৩৩
ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ কার্সলি

পর পর দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার, বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড ফুটবল দল। ব্যর্থতা নিয়ে দায়িত্ব ছাড়তে হয়েছে কোচ গ্যারেথ সাউথগেটকে। নতুন কোচের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নিজেদের প্রত্যাশামতো এখনো কোচ পায়নি তারা। 

আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগ। ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দিতে না পারায় বেশ সমস্যায় পড়েছে তারা। ঠেকার কাজ সারতে আপাতত লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। 

৫০ বছর বয়সী কার্সলি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ ও ২১ ফুটবল দলের প্রধান কোচেরও দায়িত্ব পালন করেছিলেন। এবার সিনিয়র দলের দায়িত্ব নিয়ে বললেন, ‘যেহেতু খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি খুব পরিচিত, এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সময় দলকে দিক নির্দেশন দেওয়া আমার কাছে মনে হয়েছে যৌক্তিক কাজ।’ 

রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন কার্সলি। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার নেশন্স লিগে নিজের প্রথম লক্ষ্য নয়ে বলেছেন, ‘আমার মূল অগ্রাধিকার থাকবে ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আমাদের লক্ষ্য উয়েফা নেশন্স লিগে উপরের ধাপে ওঠা।’ 

২০০২ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলেছিলেন কার্সলি। একাধিক ক্লাবের হয়ে সর্বমোট খেলেছেন ৪৭২ ম্যাচ। ম্যানেজার ছিলেন ব্রেন্টফোর্ডের। কভেন্ট্রি সিটি ও বার্মিংহাম সিটির অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন কার্সলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত