ঘরের সমর্থকদের সামনে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন মার্কো রয়েস। গত পরশু রাতে সিগন্যাল ইদুনা পার্কে বিদায়ী ম্যাচে তাঁকে ৮০ হাজার বিয়ার উপহার দিয়েছে ক্লাবটির সমর্থকেরা। খবর বিনস্পোর্টসের।
প্রায় ৮০ হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন ডর্টমুন্ডের মাঠ ইদুনা পার্ক। জার্মান ক্লাবটির সমর্থকদের উন্মত্ততা ও ক্লাব অন্ত প্রাণের জন্য খ্যাতি আছে। সেটি আরেকবার দেখা গেল বুন্দেসলিগায় এ মৌসুমের শেষ দিনে। ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে প্রিয় তারকা রয়েসকেও তারা বিদায় দিয়েছে নিজস্ব স্টাইলে। ৩৪ বছর বয়সী জার্মান ফরোয়ার্ডকে যেন প্রত্যেকে উপহার দিয়েছেন একটি করে বিয়ার।
ডর্টমুন্ড সতীর্থরাও রয়েসের বিদায় রাঙিয়েছেন বড় জয়ে। তলানির দল ডার্মস্ট্যাটের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলে। একাদশে সুযোগ পেয়ে ৩৮ মিনিটে নিজেও একটি গোল করেছেন রয়েস। তার আগেই এডিন টারজিচের দল এক গোলে এগিয়ে যায়। সেই গোলটিতে অ্যাসিস্ট করেন রয়েস। ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি।
গত ১২ বছর ধরে ডর্টমুন্ডের হয়ে খেলছেন রয়েস। ২০১২ সালে বরুসিয়া মনশেডগ্লাডবাখ থেকে সিগন্যাল ইদুনা পার্কে আসেন তিনি। এরপর থেকে ডর্টমুন্ড শহরের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৭ ম্যাচ খেলে করেছেন ১৭০ গোল। ২০১৮-২৩ পর্যন্ত ডর্টমুন্ডকে মাঠে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ঘরের ছেলেকে বিদায়ী ম্যাচে আবারও ‘ইয়েলো ওয়াল’ তুলে পুরো সময় গর্জে গেছেন ডর্টমুন্ড সমর্থকেরা। ম্যাচ শেষে তাঁর প্রতি ভালোবাসা দেখানো নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে রয়েস বলেছেন, ‘ঘরে এটিই আমার শেষ সময় এবং আমি এটি উপভোগ করতে চেয়েছি। লোকজন যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছে তার জন্য অবিশ্বাস্যরকম কৃতজ্ঞ আমি।’ সমর্থকদের উদ্যাপনে সঙ্গী হোন রয়েসও।
সিগন্যাল ইদুনা পার্ক থেকে বিদায় নিলেও ডর্টমুন্ডের হয়ে রয়েস শেষ ম্যাচ খেলবেন ১ জুন, ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচ জিতলে প্রথমবার ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটও পরবেন তিনি। ডর্টমুন্ড ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগা শেষ করেছে পাঁচে থেকে, পেয়েছে ৬৩ পয়েন্ট। শীর্ষ চারে থাকতে না পারলেও চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে তারা।
ঘরের সমর্থকদের সামনে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন মার্কো রয়েস। গত পরশু রাতে সিগন্যাল ইদুনা পার্কে বিদায়ী ম্যাচে তাঁকে ৮০ হাজার বিয়ার উপহার দিয়েছে ক্লাবটির সমর্থকেরা। খবর বিনস্পোর্টসের।
প্রায় ৮০ হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন ডর্টমুন্ডের মাঠ ইদুনা পার্ক। জার্মান ক্লাবটির সমর্থকদের উন্মত্ততা ও ক্লাব অন্ত প্রাণের জন্য খ্যাতি আছে। সেটি আরেকবার দেখা গেল বুন্দেসলিগায় এ মৌসুমের শেষ দিনে। ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে প্রিয় তারকা রয়েসকেও তারা বিদায় দিয়েছে নিজস্ব স্টাইলে। ৩৪ বছর বয়সী জার্মান ফরোয়ার্ডকে যেন প্রত্যেকে উপহার দিয়েছেন একটি করে বিয়ার।
ডর্টমুন্ড সতীর্থরাও রয়েসের বিদায় রাঙিয়েছেন বড় জয়ে। তলানির দল ডার্মস্ট্যাটের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলে। একাদশে সুযোগ পেয়ে ৩৮ মিনিটে নিজেও একটি গোল করেছেন রয়েস। তার আগেই এডিন টারজিচের দল এক গোলে এগিয়ে যায়। সেই গোলটিতে অ্যাসিস্ট করেন রয়েস। ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি।
গত ১২ বছর ধরে ডর্টমুন্ডের হয়ে খেলছেন রয়েস। ২০১২ সালে বরুসিয়া মনশেডগ্লাডবাখ থেকে সিগন্যাল ইদুনা পার্কে আসেন তিনি। এরপর থেকে ডর্টমুন্ড শহরের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৭ ম্যাচ খেলে করেছেন ১৭০ গোল। ২০১৮-২৩ পর্যন্ত ডর্টমুন্ডকে মাঠে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ঘরের ছেলেকে বিদায়ী ম্যাচে আবারও ‘ইয়েলো ওয়াল’ তুলে পুরো সময় গর্জে গেছেন ডর্টমুন্ড সমর্থকেরা। ম্যাচ শেষে তাঁর প্রতি ভালোবাসা দেখানো নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে রয়েস বলেছেন, ‘ঘরে এটিই আমার শেষ সময় এবং আমি এটি উপভোগ করতে চেয়েছি। লোকজন যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছে তার জন্য অবিশ্বাস্যরকম কৃতজ্ঞ আমি।’ সমর্থকদের উদ্যাপনে সঙ্গী হোন রয়েসও।
সিগন্যাল ইদুনা পার্ক থেকে বিদায় নিলেও ডর্টমুন্ডের হয়ে রয়েস শেষ ম্যাচ খেলবেন ১ জুন, ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচ জিতলে প্রথমবার ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটও পরবেন তিনি। ডর্টমুন্ড ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগা শেষ করেছে পাঁচে থেকে, পেয়েছে ৬৩ পয়েন্ট। শীর্ষ চারে থাকতে না পারলেও চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে তারা।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৯ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৯ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১০ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১০ ঘণ্টা আগে