ক্যারিয়ারের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে হলেও পল পগবার উত্তুঙ্গ সময় কেটেছে জুভেন্টাসে। তুরিনের বুড়িদের ছেড়ে ওল্ড ট্রাফোর্ডেও ফিরে এসেছিলেন। কিন্তু রেড ডেভিলদের জার্সিতে পুরোনো পগবাকে দেখা যায়নি। গত বছর আবারও ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার।
কিন্তু পুরো এক বছরের বেশি সময় পল পগবার বেঞ্চে বসেই কেটেছে। চোটের কারণে চলতি মৌসুমে তাঁকে মাঠেই দেখা যায়নি। ফ্রান্সের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সেই দুর্দিনের দীর্ঘ সময় পেরিয়ে গতকাল সিরি ‘আ’য় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী তারকা।
ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারও চোটে পড়েছেন পগবা। ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।
শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’
পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল।
২০২২ সালের এপ্রিলের পর প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পগবা। এর আগে তাঁকে শুরুর একাদশে দেখা গিয়েছিল সাবেক ক্লাব ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। আর তিনি জুভদের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচ খেলতে নামেন ২৮ ফেব্রুয়ারির পর। গত মার্চে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগে জুভেন্টাস তাঁকে বাদ দেয় শৃঙ্খলাজনিত সমস্যার কারণে। পরে সব সমস্যা দূর করে ফেরার আশা জাগান। কিন্তু এবারও বাধ সাধে চোট। অনুশীলনে ফ্রি-কিক নিতে গিয়ে ডান ঊরুতে চোট পান।
এরপর ১৩ এপ্রিল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। সেই ম্যাচের পর ক্রিমোনেসর বিপক্ষে দেখা যায় তাঁকে। কিন্তু এবার পেশিতে চোট পাওয়ায় মৌসুমটাও শেষ হয়ে গেল। জুভেন্টাসের বাকি তিন ম্যাচে পগবাকে আর দেখা যাবে না।
ক্যারিয়ারের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে হলেও পল পগবার উত্তুঙ্গ সময় কেটেছে জুভেন্টাসে। তুরিনের বুড়িদের ছেড়ে ওল্ড ট্রাফোর্ডেও ফিরে এসেছিলেন। কিন্তু রেড ডেভিলদের জার্সিতে পুরোনো পগবাকে দেখা যায়নি। গত বছর আবারও ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার।
কিন্তু পুরো এক বছরের বেশি সময় পল পগবার বেঞ্চে বসেই কেটেছে। চোটের কারণে চলতি মৌসুমে তাঁকে মাঠেই দেখা যায়নি। ফ্রান্সের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সেই দুর্দিনের দীর্ঘ সময় পেরিয়ে গতকাল সিরি ‘আ’য় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী তারকা।
ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারও চোটে পড়েছেন পগবা। ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।
শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’
পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল।
২০২২ সালের এপ্রিলের পর প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পগবা। এর আগে তাঁকে শুরুর একাদশে দেখা গিয়েছিল সাবেক ক্লাব ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। আর তিনি জুভদের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচ খেলতে নামেন ২৮ ফেব্রুয়ারির পর। গত মার্চে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগে জুভেন্টাস তাঁকে বাদ দেয় শৃঙ্খলাজনিত সমস্যার কারণে। পরে সব সমস্যা দূর করে ফেরার আশা জাগান। কিন্তু এবারও বাধ সাধে চোট। অনুশীলনে ফ্রি-কিক নিতে গিয়ে ডান ঊরুতে চোট পান।
এরপর ১৩ এপ্রিল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। সেই ম্যাচের পর ক্রিমোনেসর বিপক্ষে দেখা যায় তাঁকে। কিন্তু এবার পেশিতে চোট পাওয়ায় মৌসুমটাও শেষ হয়ে গেল। জুভেন্টাসের বাকি তিন ম্যাচে পগবাকে আর দেখা যাবে না।
সহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯ তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের লাগে ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ মিনিট আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
১ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
২ ঘণ্টা আগে