ক্রীড়া ডেস্ক
ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।
ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
২ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৭ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে