Ajker Patrika

লাথি মেরে ক্ষমা চাইলেন ইতো

লাথি মেরে ক্ষমা চাইলেন ইতো

ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।

গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে। 

ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত