ক্রীড়া ডেস্ক
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছেন লিওনেল মেসিরা। এই হার ফুটবল ইতিহাসেরই অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
এই দল অবশ্য র্যাঙ্কিং ও পরিসংখ্যানে সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। তবে আর্জেন্টিনা আশা দেখতে পারে তাদের সঙ্গে নিজেদের পরিসংখ্যানে। মেক্সিকো-পোল্যান্ড এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। ২৬ নভেম্বর এই লুসাইল স্টেডিয়ামেই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। মেক্সিকো-আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ এবং ড্র হয়েছে ১৫ ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে তিনবার, তিনবারই জিতেছে আর্জেন্টিনা।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মেক্সিকোকে ৬-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০০৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার দলটি জিতেছিল ২-১ গোলে আর ২০১০ বিশ্বকাপে জিতেছিল ৩-১ ব্যবধানে। মেক্সিকোর পর আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। বিশ্বকাপে দুবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
১৯৭৪ বিশ্বকাপে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। ঠিক তার পরের বিশ্বকাপ ১৯৭৮ সালে পোলিশদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা। মেক্সিকো, পোল্যান্ড—এ দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। গ্রুপ ‘সি’-এর বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছেন লিওনেল মেসিরা। এই হার ফুটবল ইতিহাসেরই অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
এই দল অবশ্য র্যাঙ্কিং ও পরিসংখ্যানে সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। তবে আর্জেন্টিনা আশা দেখতে পারে তাদের সঙ্গে নিজেদের পরিসংখ্যানে। মেক্সিকো-পোল্যান্ড এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। ২৬ নভেম্বর এই লুসাইল স্টেডিয়ামেই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। মেক্সিকো-আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ এবং ড্র হয়েছে ১৫ ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে তিনবার, তিনবারই জিতেছে আর্জেন্টিনা।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মেক্সিকোকে ৬-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০০৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার দলটি জিতেছিল ২-১ গোলে আর ২০১০ বিশ্বকাপে জিতেছিল ৩-১ ব্যবধানে। মেক্সিকোর পর আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। বিশ্বকাপে দুবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
১৯৭৪ বিশ্বকাপে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। ঠিক তার পরের বিশ্বকাপ ১৯৭৮ সালে পোলিশদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা। মেক্সিকো, পোল্যান্ড—এ দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। গ্রুপ ‘সি’-এর বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে