Ajker Patrika

এমবাপ্পে পিএসজিতে স্বাধীনতা কম পান, স্বীকার করছেন কোচ গালতিয়ের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৬
এমবাপ্পে পিএসজিতে স্বাধীনতা কম পান, স্বীকার করছেন কোচ গালতিয়ের

পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে। 

এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্‌-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’ 

পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’ 

এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার। 

বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত