পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে।
এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’
পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’
এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার।
বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।
পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে।
এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’
পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’
এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার।
বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১৩ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১৫ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৬ ঘণ্টা আগে