পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে