পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে