ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে নতুন মৌসুম। লিগ-১ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই গতকাল বিশাল জয়ে শুরু করেছে নিজেদের লিগ। লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্তের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন মেসি-নেইমাররা। পিএসজির গোল উৎসব শুরু নেইমারের গোলে। ৯ মিনিটে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রতিরোধ ভাঙে। দুই মিনিট আগেই তাঁর গোল বাঁচিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ব্রাজিলিয়ান তারকা গোল করার পর আশরাফ হাকিমিকে পাস দিয়ে দলের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিলেও ক্লেরমন্তের গোলরক্ষক ২৫ মিনিটে নেওয়া হাকিমির জোরালো শট আটকাতে পারেননি। দলের তৃতীয় গোলটি করেন ৩৮ মিনিটে অধিনায়ক মারকিওনিস। নেইমারের নেওয়া সেট পিস থেকে এই ডিফেন্ডার হেডে বল জড়ান প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে ৩ গোল নিয়ে বিরতিতে যায় পিএসজি।
পিএসজির ৫ গোলের জয়ে শেষ ২ গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ২টি গোলই করেছেন মেসি। পারফরমেন্সে পুরো ম্যাচে নেইমার আলো ছড়িয়েছেন। তবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে মেসির ৮৬ মিনিটের গোলটি। স্বদেশী লিয়ান্দ্রো পারদেসের ভলি বুক দিয়ে নামিয়ে ওভারহেড কিকে যে গোলটি করেছেন, তা সত্যি অবিশ্বাস্য। এমন অ্যাক্রোবেটিক গোলের জন্য দর্শক দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন খুদে জাদুকরকে। গোলটি দলের পঞ্চম ও পিএসজি তারকার দ্বিতীয় গোল ছিল। জাদুকরী গোলের আগে মেসি আরও একটি গোল করেছেন। ৮০ মিনিটে নেইমারের পাস থেকে নিজের প্রথম গোল করেন তিনি। পিএসজির হয়ে নিজের দ্বিতীয় মৌসুম ভালো করতে চান এমনটা বলেছিলেন মেসি। এবার বাইসাইকেল গোলটিতে সেই আভাস দিয়ে রাখলেন তিনি।
ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে নতুন মৌসুম। লিগ-১ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই গতকাল বিশাল জয়ে শুরু করেছে নিজেদের লিগ। লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্তের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন মেসি-নেইমাররা। পিএসজির গোল উৎসব শুরু নেইমারের গোলে। ৯ মিনিটে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রতিরোধ ভাঙে। দুই মিনিট আগেই তাঁর গোল বাঁচিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ব্রাজিলিয়ান তারকা গোল করার পর আশরাফ হাকিমিকে পাস দিয়ে দলের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিলেও ক্লেরমন্তের গোলরক্ষক ২৫ মিনিটে নেওয়া হাকিমির জোরালো শট আটকাতে পারেননি। দলের তৃতীয় গোলটি করেন ৩৮ মিনিটে অধিনায়ক মারকিওনিস। নেইমারের নেওয়া সেট পিস থেকে এই ডিফেন্ডার হেডে বল জড়ান প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে ৩ গোল নিয়ে বিরতিতে যায় পিএসজি।
পিএসজির ৫ গোলের জয়ে শেষ ২ গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ২টি গোলই করেছেন মেসি। পারফরমেন্সে পুরো ম্যাচে নেইমার আলো ছড়িয়েছেন। তবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে মেসির ৮৬ মিনিটের গোলটি। স্বদেশী লিয়ান্দ্রো পারদেসের ভলি বুক দিয়ে নামিয়ে ওভারহেড কিকে যে গোলটি করেছেন, তা সত্যি অবিশ্বাস্য। এমন অ্যাক্রোবেটিক গোলের জন্য দর্শক দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন খুদে জাদুকরকে। গোলটি দলের পঞ্চম ও পিএসজি তারকার দ্বিতীয় গোল ছিল। জাদুকরী গোলের আগে মেসি আরও একটি গোল করেছেন। ৮০ মিনিটে নেইমারের পাস থেকে নিজের প্রথম গোল করেন তিনি। পিএসজির হয়ে নিজের দ্বিতীয় মৌসুম ভালো করতে চান এমনটা বলেছিলেন মেসি। এবার বাইসাইকেল গোলটিতে সেই আভাস দিয়ে রাখলেন তিনি।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে