ক্রীড়া ডেস্ক
কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’
কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে