Ajker Patrika

আল হিলালই তাহলে নেইমারের পরবর্তী ঠিকানা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৭: ৪০
Thumbnail image

তারকাশূন্য হয়ে পড়ছে ইউরোপীয় ফুটবল। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলাররা ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য মুলুকে। মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এবং সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো। নেইমারও এখন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ‘যাই যাই’ করছেন। 

পিএসজি ছেড়ে নেইমারের চলে যাওয়ার গুঞ্জন চলছে ২০২২-২৩ মৌসুম থেকে। ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্য আল হিলাল, তা শোনা যাচ্ছে কয়েক মাস ধরে। তখন কোচ ছিলেন ক্রিস্তফ গালতিয়ের। গালতিয়ের বরখাস্ত হওয়ার পর প্রধান কোচ হয়েছেন লুইস এনরিকে। তাতে আলোচনা কিছুটা থেমে যায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গত রাতে সেই আলোচনা যেন নতুন করে তুলেছেন। রোমানো টুইট করেন, ‘কয়েক ঘণ্টা আগে নেইমার জুনিয়রকে প্রস্তাব পাঠিয়েছে আল হিলাল। মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। আল হিলালের সঙ্গে নেইমারের পূর্ণ চুক্তি হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। পিএসজির সঙ্গে পথচলা শেষ হচ্ছে কয়েক দিনের মধ্যে।’ তবে টাকার অঙ্কটা কত, তা জানা যায়নি। 

নেইমারকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব এর আগে দিয়েছিল আল হিলাল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কী অবস্থা, তা বুঝতে জুনে প্যারিস গিয়েছিলেন আল হিলালের সিনিয়র কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, পিএসজিতে নেইমারের অবস্থা এবং ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন, তা বুঝতেই মূলত আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গেছেন। আল হিলাল নেইমারকে বছরে ২০ কোটি ইউরো দিতে চায়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৩৬ কোটি ৩১ লাখ টাকা। 
 
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে খেলেন নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ড এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬৭১ কোটি ৩৩ লাখ টাকা। ছয় বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত