ঢাকা: কোপা আমেরিকার আর বাকি ছয় দিন। কিন্তু এখনো নিশ্চিত নয় আদৌ লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট মাঠে গড়াবে কি না। করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় ব্রাজিল খেলোয়াড়েরাই খেলতে আপত্তি জানিয়েছেন। আপত্তির কথা জানিয়েছে উরুগুয়ে–কলম্বিয়াও। তবে একটু অবাক করে কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা–কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। কলম্বিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আর আর্জেন্টিনায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্টটি সরে এসেছে ব্রাজিলে। কিন্তু ব্রাজিলেও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো, উরুগুয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ, কলম্বিয়ার অধিনায়ক হুয়ান কুয়াদ্রাদো কোপা না হওয়ার পক্ষে মত দিয়েছেন।
এর মধ্যে এএফএ কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের ব্যাপারে বিবৃতি দিয়েছে। কাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের ইতিহাসে খেলার যে চেতনা আর্জেন্টিনা বজায় রেখেছে সেটা ধরে রেখেই ২০২১ কোপা আমেরিকায় অংশগ্রহণ নিশ্চিত করছে আর্জেন্টিনা। কঠিন পরিস্থিতি সবাই মিলে কাটিয়ে ওঠার চেষ্টা করবে বলে জানিয়েছে এএফএ।
তবে এএফএর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, ‘এই পরিস্থিতিতে কোপা খেলা আসলেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলেও ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’
ঢাকা: কোপা আমেরিকার আর বাকি ছয় দিন। কিন্তু এখনো নিশ্চিত নয় আদৌ লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট মাঠে গড়াবে কি না। করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় ব্রাজিল খেলোয়াড়েরাই খেলতে আপত্তি জানিয়েছেন। আপত্তির কথা জানিয়েছে উরুগুয়ে–কলম্বিয়াও। তবে একটু অবাক করে কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা–কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। কলম্বিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আর আর্জেন্টিনায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্টটি সরে এসেছে ব্রাজিলে। কিন্তু ব্রাজিলেও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো, উরুগুয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ, কলম্বিয়ার অধিনায়ক হুয়ান কুয়াদ্রাদো কোপা না হওয়ার পক্ষে মত দিয়েছেন।
এর মধ্যে এএফএ কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের ব্যাপারে বিবৃতি দিয়েছে। কাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের ইতিহাসে খেলার যে চেতনা আর্জেন্টিনা বজায় রেখেছে সেটা ধরে রেখেই ২০২১ কোপা আমেরিকায় অংশগ্রহণ নিশ্চিত করছে আর্জেন্টিনা। কঠিন পরিস্থিতি সবাই মিলে কাটিয়ে ওঠার চেষ্টা করবে বলে জানিয়েছে এএফএ।
তবে এএফএর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, ‘এই পরিস্থিতিতে কোপা খেলা আসলেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলেও ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে