ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে