চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে