ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে