ক্রীড়া ডেস্ক
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-এলএএফসি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এই ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠল মায়ামি।
চেজ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় এলএএফসি। ৯ মিনিটে নাথান অর্দাজের কর্নার থেকে পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এলএএফসি ডিফেন্ডার অ্যারন লং। পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়াতে প্রতি আক্রমণে খেলা শুরু করে এলএএফসি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ৩৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বাঁ পায়ের শটে সমতাসূচক গোল করেন মেসি।
ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসি-লুইস সুয়ারেজদের। ৬১ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে গোল করেন মায়ামি মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো। শেষভাগে এসে আরও ব্যবধান বাড়ায় মায়ামি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেই দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত মেসিরাই হয়ে ওঠেন সেমিফাইনালে।
মেসি আজও মায়ামির শুরুর একাদশে থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এর আগে গত ৩ এপ্রিলও পুরো ৯০ মিনিট খেলেছিলেন এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। তবে সেবার একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। মায়ামি সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এক সপ্তাহ পর আজ মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মায়ামি।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-এলএএফসি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এই ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠল মায়ামি।
চেজ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় এলএএফসি। ৯ মিনিটে নাথান অর্দাজের কর্নার থেকে পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এলএএফসি ডিফেন্ডার অ্যারন লং। পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়াতে প্রতি আক্রমণে খেলা শুরু করে এলএএফসি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ৩৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বাঁ পায়ের শটে সমতাসূচক গোল করেন মেসি।
ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসি-লুইস সুয়ারেজদের। ৬১ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে গোল করেন মায়ামি মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো। শেষভাগে এসে আরও ব্যবধান বাড়ায় মায়ামি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেই দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত মেসিরাই হয়ে ওঠেন সেমিফাইনালে।
মেসি আজও মায়ামির শুরুর একাদশে থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এর আগে গত ৩ এপ্রিলও পুরো ৯০ মিনিট খেলেছিলেন এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। তবে সেবার একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। মায়ামি সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এক সপ্তাহ পর আজ মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মায়ামি।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৩ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৫ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে