Ajker Patrika

প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর সেরা টেন হাগ ও রাশফোর্ড

প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর সেরা টেন হাগ ও রাশফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর মাসের সেরা কোচ ও খেলোয়াড় দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগ হয়েছেন সেপ্টেম্বরের সেরা কোচ এবং মার্কাস রাশফোর্ড হয়েছেন মাস সেরা খেলোয়াড়।

ইউনাইটেড সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এবং আর্সেনালের বিপক্ষে জিতেছে। এই দুই ম্যাচে রেড ডেভিলরা ৪ গোল করেছিল এবং চারটিতেই অবদান রেখেছিলেন রাশফোর্ড। দুটো গোল করেছেন এবং দুটো করিয়েছেন। ওল্ড ট্রাফোর্ডে রাশফোর্ড আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করেন এবং একটিতে অ্যাসিস্ট করেছেন। আর কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে একমাত্র গোলে সহায়তা করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। মাস সেরা হওয়ার পর রাশফোর্ড বলেন, ‘সত্যি বলতে সেপ্টেম্বরের প্রিয় মুহূর্ত বলতে অ্যাসিস্টই। অভিষেকে অ্যান্থনির প্রথম গোল। দারুণ এক মুহূর্ত ছিল ওটা এবং তা আমাদের সাহস জুগিয়েছে। দলে তার আসা এবং সুন্দর মতো গোল করা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

টটেনহামের আন্তোনিও কন্তে এবং বোর্নমাউথের ভারপ্রাপ্ত কোচ গ্যারি ও’নিলকে টপকে সেপ্টেম্বর সেরা হয়েছেন টেন হাগ। ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় কোচ হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এই ডাচ কোচের আগে স্যার অ্যালেক্স ফার্গুসন এবং ওলে গানার সুলশার জিতেছিলেন এই পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত