Ajker Patrika

আবারও চেলসিতেই ফিরলেন ল্যাম্পার্ড

আবারও চেলসিতেই ফিরলেন ল্যাম্পার্ড

দুই বছর আগে চেলসির প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। পরে এভারটনের দায়িত্ব নিয়েছিলেন। সেখান থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন। তবে এবার কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক কোচ হয়ে সাবেক ক্লাব চেলসির দায়িত্ব নিলেন তিনি। 

গত রোববার ব্যর্থতার দায়ে বরখাস্ত হওয়া গ্রাহাম পটারের পরিবর্তে স্টামফোর্ড ব্রিজে ফিরলেন ল্যাম্পার্ড। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ব্লুজদের দায়িত্বে থাকবেন তিনি। ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচ খেলোয়াড়ী জীবনে চেলসিতে ছিলেন প্রায় ১৩ বছর। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও সাবেব এই ইংলিশ মিডফিল্ডার। 

গত জানুয়ারিতে এভারটন থেকে বরখাস্ত হওয়ার পর চাকরিহীন ছিলেন ল্যাম্পার্ড। এর আগে ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ব্লুজদের কোচ হিসেবে হিসেছে ছিলেন তিনি। 

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১১ তম স্থানে চেলসি। আগামী শনিবার তারা উলভসের মাঠে যাবে। এই ম্যাচ দিয়ে চেলসির হয়ে দ্বিতীয় মেয়াদের কাজ শুরু হবে ল্যাম্পার্ডের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত