ক্রীড়া ডেস্ক, ঢাকা
চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুম শেষ করেছিল চেলসি। গত মৌসুম যেখানে শেষ করেছিল নতুন মৌসুমটা যেন সেখান থেকে শুরু করেছে তারা। সাফল্যের ধারা অব্যাহত রেখে বুধবার রাতে ভিয়ারিয়ালকে টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল।
আগের মৌসুমের অর্ধেকে দায়িত্ব নিয়ে চেলসিকে বদলে দিয়েছিলেন টুখেল। সেই টুখেলের বাজিতেই কাল ম্যাচটা শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে চেলসি। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পুরো ম্যাচে খেলা চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে তুলে কেপা আরিসাবালাগাকে মাঠে নামান টুখেল।
টাইব্রেকারে চেলসির জয়ের নায়ক এই কেপাই। ভিয়ারিয়ালের দুটি শট ঠেকিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার চেলসিকে উয়েফা সুপার কাপের শিরোপা জেতান ২৬ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক। শেষ পর্যন্ত ৬-৫ গোলের ব্যবধানে জিতে মৌসুমটা দারুণভাবেই শুরু করে চেলসি।
বেলফাস্টের উইন্ডসর পার্কে কাল ম্যাচের শুরু থেকেই দারুণ দাপট দেখিয়েছে চেলসি। এগিয়েও যেতে পারত ম্যাচের ষষ্ঠ মিনিটে। কর্নারে টিমো ভেরনারের শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। তিন মিনিট পর এনগোলো কন্তের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
অবশেষে প্রথমার্ধের ২৭ মিনিটে গোলের দেখা পায় চেলসি। হাকিম জিয়েচের গোলে এগিয়ে যায় টুখেলের দল। বিরতির ঠিক আগে সেই গোল শোধের ভালো সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু আলবার্তো মরেনোর বুলেট গতির ভলি ক্রসবারে আটকে গেলে সেটা আর হয়ে ওঠেনি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। চেলসির রক্ষণের ভালোই পরীক্ষা নিতে থাকে। গোলের দেখাও পায় ৭৩ মিনিটে। জিয়ার দুর্দান্ত এক ব্যাকপাস থেকে বল পেয়ে জোরালো শটে সমতা আনেন মরেনো। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। পরে অতিরিক্ত সময়েও আর গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল হয় দুই দল। চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন কেপা। তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে চেলসি।
চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুম শেষ করেছিল চেলসি। গত মৌসুম যেখানে শেষ করেছিল নতুন মৌসুমটা যেন সেখান থেকে শুরু করেছে তারা। সাফল্যের ধারা অব্যাহত রেখে বুধবার রাতে ভিয়ারিয়ালকে টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল।
আগের মৌসুমের অর্ধেকে দায়িত্ব নিয়ে চেলসিকে বদলে দিয়েছিলেন টুখেল। সেই টুখেলের বাজিতেই কাল ম্যাচটা শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে চেলসি। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পুরো ম্যাচে খেলা চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে তুলে কেপা আরিসাবালাগাকে মাঠে নামান টুখেল।
টাইব্রেকারে চেলসির জয়ের নায়ক এই কেপাই। ভিয়ারিয়ালের দুটি শট ঠেকিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার চেলসিকে উয়েফা সুপার কাপের শিরোপা জেতান ২৬ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক। শেষ পর্যন্ত ৬-৫ গোলের ব্যবধানে জিতে মৌসুমটা দারুণভাবেই শুরু করে চেলসি।
বেলফাস্টের উইন্ডসর পার্কে কাল ম্যাচের শুরু থেকেই দারুণ দাপট দেখিয়েছে চেলসি। এগিয়েও যেতে পারত ম্যাচের ষষ্ঠ মিনিটে। কর্নারে টিমো ভেরনারের শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। তিন মিনিট পর এনগোলো কন্তের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
অবশেষে প্রথমার্ধের ২৭ মিনিটে গোলের দেখা পায় চেলসি। হাকিম জিয়েচের গোলে এগিয়ে যায় টুখেলের দল। বিরতির ঠিক আগে সেই গোল শোধের ভালো সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু আলবার্তো মরেনোর বুলেট গতির ভলি ক্রসবারে আটকে গেলে সেটা আর হয়ে ওঠেনি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। চেলসির রক্ষণের ভালোই পরীক্ষা নিতে থাকে। গোলের দেখাও পায় ৭৩ মিনিটে। জিয়ার দুর্দান্ত এক ব্যাকপাস থেকে বল পেয়ে জোরালো শটে সমতা আনেন মরেনো। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। পরে অতিরিক্ত সময়েও আর গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল হয় দুই দল। চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন কেপা। তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে চেলসি।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে