Ajker Patrika

নিজেদের ওপর চাপ বাড়াতে চান না মার্তিনেজরা

নিজেদের ওপর চাপ বাড়াতে চান না মার্তিনেজরা

আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। তবে এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না লিসান্দ্রো মার্তিনেজ। বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই আগামীকাল খেলতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জন্য বাকি দুটো ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার ম্যাচ’। গত শনিবার লুসাইলে স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি একটি করে গোল ও অ্যাসিস্ট করলেও লিসান্দ্রো রক্ষণভাগ বেশ দারুণভাবে সামলেছেন। শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি।

পোল্যান্ডের বিপক্ষে আগামীকাল ম্যাচ নিয়ে নিজেদের ওপর চাপ বাড়াতে চান না লিসান্দ্রো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। নিজেদের ওপর চাপের বোঝা বাড়াতে চাই না। আমরা সাধারণভাবেই খেলতে চাই। আমরা জানি, আর্জেন্টিনা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এবং এই জার্সি পড়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সবটা দিতে চাই।’ 

লিসান্দ্রো আরও বলেন, ‘আমরা জানি যে আমরা বড় দল। আমাদের অনেক বিখ্যাত খেলোয়াড় আছে। কিন্তু এটা শুধুই আর্জেন্টিনার ব্যাপার না, এটা বিশ্বকাপের ব্যাপার। সব দলের বিপক্ষে খেলা সহজ না তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আমরা বিশ্বাস করি যে আমাদের পারতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত