Ajker Patrika

রোনালদোর জন্য দরজা খুলে রেখেছে ব্রাজিলের করিন্থিয়ানস

রোনালদোর জন্য দরজা খুলে রেখেছে ব্রাজিলের করিন্থিয়ানস

চ্যাম্পিয়নস লিগ খেলতে চান বলে, খুব করে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে থাকলে পর্তুগিজ উইঙ্গারকে আগামী মৌসুমের ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে হবে দর্শক হয়ে।

অথচ চ্যাম্পিয়নস লিগের রাজা রোনালদো। এই আসরের সর্বোচ্চ গোলদাতা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ৩৭ বছর বয়সী তারকা চাননি চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে। কিন্তু কথায় আছে, ‘সব চাওয়া পূরণ হয় না’। রোনালদোর ক্ষেত্রে এবার তাই হচ্ছে। রেড ডেভিলদের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও নতুন কোচ এরিক টেন হাগ বুঝিয়ে সুজিয়ে তাঁকে রেখে দিয়েছেন ওল্ড ট্রাফোর্ডে।

অবশ্য চ্যাম্পিয়নস লিগে না হলেও ইউরোপা লিগে খেলতে পারবেন রোনালদো। সান্ত্বনা বলতে এটাই। ইতিমধ্যে ইউনাইটেডের অনুশীলনে ফিরেছেন তিনি। খেলেছেন রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে। অবশ্য এতেই সিআর সেভেনের ভবিষ্যৎ নিয়ে কোনোকিছু বলা দুষ্কর। ইউরোপের ২০২২/২৩ মৌসুমের ট্রান্সফার উইন্ডোর পর্দা নামবে ১ সেপ্টেম্বর। গত বছর তো শেষদিকে সবাইকে চমকে দিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে ফিরেছিলেন তিনি। এবারও তেমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 

রোনালদোও তো জোর দিয়ে বলে রেখেছেন, ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চান তিনি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রস্তাব পাচ্ছেন সিআর সেভেন। তার মধ্যে পেয়েছেন কাতার থেকে মাল্টি-মিলিয়ন ডলার প্রস্তাবও। অবশ্য তা গ্রহণ করেননি রোনালদো। আরও বছরখানেক ইউরোপ মাতাতে চান তিনি।

রোনালদোকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে ব্রাজিলিয়ান জায়ান্ট করিন্থিয়ানস। ক্লাবটির প্রেসিডেন্ট দুয়িলিও মন্তেইরো আলভেস এক প্রকাশ্য প্রস্তাবও দিয়ে রেখেছেন পর্তুগিজ উইঙ্গারকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা সত্য, আমি বড় স্বপ্ন দেখছি। এটা করিন্থিয়ানস! এখানে কী উইলিয়ান ও রেনাতো অগাস্তো নেই? ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই, এবং আমি করিন্থিয়ানসের জন্য সেরাটা করতে চাই।’

ফুটবলে অসম্ভব বলে কিছুই যে নেই, সেটা তো প্রমাণিতই। আর বর্তমান ফুটবলে এখন টাকার শক্তিও বেড়েছে। অবশ্য করিন্থিয়ানস এখনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে হাজির হয়নি রোনালদোর কাছে। কিন্তু ব্রাজিলের ফুটবলে তাঁর খেলাটা কল্পনা করে ফেলেছেন মন্তেইরো আলভেসে, ‘এটা সম্ভব? আমি জানি না। আমরা এখনো চেষ্টা করিনি। তবে আমরা এটার দিকে চোখ রাখছি। কল্পনা করছি, যদি সে (রোনালদো) হঠাৎ ব্রাজিলের হয়ে খেলতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত