বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২৪ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩৪ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে