Ajker Patrika

বড়দের মতোই শেষ আটে থামল ব্রাজিলের ছোটরা

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪: ১৭
বড়দের মতোই শেষ আটে থামল ব্রাজিলের ছোটরা

বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে। 

গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল। 

এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান। 

শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত