ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে যেমন ট্রফির অভাব নেই, তেমন গ্যারেজ পরিপূর্ণ বিলাসবহুল গাড়িতে। স্বাভাবিকভাবে তাঁর একেকটা গাড়ির দাম আকাশচুম্বী। সেগুলো ফেলে না রেখে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেন তিনি।
আজ সকালে যেমন যুক্তরাজ্যের বিখ্যাত বেন্টলি কোম্পানির ফ্লাইং স্পার কার নিয়ে অনুশীলন করতে গেলেন রোনালদো। আর রেঞ্জ রোভার নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকাকে অনুসরণ করলেন দুই ব্যক্তি। এই দুজন আর কেউ নন, রোনালদোর দেহরক্ষী।
মাঠে নামলে রোনালদোকে সব সময় মার্কিংয়ে রাখেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। আর মাঠের বাইরে দেহরক্ষীরা। ‘তারকা তকমা’র কারণেই বাড়তি নিরাপত্তার দরকার পড়ে রোনালদোর। তবে সেটা ক্লাব থেকে দূরে কোথাও গেলে।
অনুশীলন করতে বাসা থেকে সাধারণত একাই ট্রেনিং গ্রাউন্ডে যান রোনালদো। তবে ‘দ্বিতীয় ঘর’ ম্যানচেস্টারে ফেরার পর নতুন করে দুই দেহরক্ষীকে নিয়োগ দিয়েছেন সিআরসেভেন। আজ তাঁদেরকেই রোনালদোর পিছু ছুটতে দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি।
তা রোনালদো হঠাৎ অনুশীলনেও দেহরক্ষী নিয়ে গেলেন কেন—এই প্রশ্ন যখন সবার মনে, তখন এক ভক্ত ছবিটিতে মজা করে টুইট করেছেন, ‘গার্দিওলা যাতে অপহরণ করতে না পারেন, তাই দেহরক্ষী নিয়ে ঘুরছেন রোনালদো।’
ম্যানচেস্টারের লাল ভুবনে ফেরার আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর কথা ছিল রোনালদোর! সেটা না হওয়াতেই ভক্তের এমন রসিকতা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানইউ। রোনালদো আসার পর লিগের দুই ম্যাচেই জয় পেয়েছে তাঁর দল। তিন গোল করে সবচেয়ে বড় অবদান রোনালদোরই।
ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে যেমন ট্রফির অভাব নেই, তেমন গ্যারেজ পরিপূর্ণ বিলাসবহুল গাড়িতে। স্বাভাবিকভাবে তাঁর একেকটা গাড়ির দাম আকাশচুম্বী। সেগুলো ফেলে না রেখে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেন তিনি।
আজ সকালে যেমন যুক্তরাজ্যের বিখ্যাত বেন্টলি কোম্পানির ফ্লাইং স্পার কার নিয়ে অনুশীলন করতে গেলেন রোনালদো। আর রেঞ্জ রোভার নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকাকে অনুসরণ করলেন দুই ব্যক্তি। এই দুজন আর কেউ নন, রোনালদোর দেহরক্ষী।
মাঠে নামলে রোনালদোকে সব সময় মার্কিংয়ে রাখেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। আর মাঠের বাইরে দেহরক্ষীরা। ‘তারকা তকমা’র কারণেই বাড়তি নিরাপত্তার দরকার পড়ে রোনালদোর। তবে সেটা ক্লাব থেকে দূরে কোথাও গেলে।
অনুশীলন করতে বাসা থেকে সাধারণত একাই ট্রেনিং গ্রাউন্ডে যান রোনালদো। তবে ‘দ্বিতীয় ঘর’ ম্যানচেস্টারে ফেরার পর নতুন করে দুই দেহরক্ষীকে নিয়োগ দিয়েছেন সিআরসেভেন। আজ তাঁদেরকেই রোনালদোর পিছু ছুটতে দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি।
তা রোনালদো হঠাৎ অনুশীলনেও দেহরক্ষী নিয়ে গেলেন কেন—এই প্রশ্ন যখন সবার মনে, তখন এক ভক্ত ছবিটিতে মজা করে টুইট করেছেন, ‘গার্দিওলা যাতে অপহরণ করতে না পারেন, তাই দেহরক্ষী নিয়ে ঘুরছেন রোনালদো।’
ম্যানচেস্টারের লাল ভুবনে ফেরার আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর কথা ছিল রোনালদোর! সেটা না হওয়াতেই ভক্তের এমন রসিকতা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানইউ। রোনালদো আসার পর লিগের দুই ম্যাচেই জয় পেয়েছে তাঁর দল। তিন গোল করে সবচেয়ে বড় অবদান রোনালদোরই।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৯ ঘণ্টা আগে